Ajker Patrika

শীতলক্ষ্যায় নিখোঁজ নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শীতলক্ষ্যায় নিখোঁজ নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে খেয়া পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বন্দর ঘাটের বটতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

ওই নিরাপত্তা প্রহরীর নাম সুমন শেখ (৪০)। তিনি বন্দরের শাহী মসজিদ পল্লিবিদ্যুৎ খালপাড় এলাকার বাসিন্দা। বন্দরের একটি চীনা কোম্পানির নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন সুমন।

এর আগে গতকাল বুধবার বিকেলে সেন্ট্রাল খেয়াঘাট থেকে ছেড়ে আসা একটি ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন সুমন। একই সময়ে আরও কয়েকজন যাত্রী নদীতে পড়ে গেলেও তাঁরা তীরে উঠত সমর্থ হন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে নদীতে পড়ে যান সুমন শেখ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে নদীতে ভেসে উঠলে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত