Ajker Patrika

গণভবনের সামনে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত  

ঢামেক প্রতিবেদক, ঢাকা
গণভবনের সামনে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত  

গণভবনের সামনে লরির ধাক্কায় এ টি এম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। 

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

জুয়েল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে থাকত। নির্মাণাধীন ভবনে ঠিকাদারি করত। 

মোহাম্মদপুর থানার উপ পরিদশর্ক (এসআই) সাহিদুল ইসলাম জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে গণভবন সংলগ্ন ক্রসিংয়ের বিপরীত পাশে একটি লরি তাঁকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সাহিদুল ইসলাম আরও জানান, ঘাতক লরিটি শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত করার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত