Ajker Patrika

২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা কত, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২৪, ২০: ২৬
২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা কত, জানতে চান হাইকোর্ট

দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ১০ জুন রুলসহ এ আদেশ দেন। 

আজ বৃহস্পতিবার আদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সৈয়দা নাসরিন। তিনি বলেন, দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন আদালত। সেই সঙ্গে রুবেল দের মৃত্যুর অভিযোগের বিচারিক অনুসন্ধান করতে ও তাঁর পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়ে রুল জারি করেছেন। 

এর আগে ‘চট্টগ্রাম কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের’ শিরোনামে গত ৬ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই হাজতির নাম রুবেল দে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখে স্বজনেরা কারাগারে নির্যাতনের অভিযোগ করেছেন। পরে এই বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্র (আসক) রিট করে। 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে ছয় মাসের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত