নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ১০ জুন রুলসহ এ আদেশ দেন।
আজ বৃহস্পতিবার আদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সৈয়দা নাসরিন। তিনি বলেন, দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন আদালত। সেই সঙ্গে রুবেল দের মৃত্যুর অভিযোগের বিচারিক অনুসন্ধান করতে ও তাঁর পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়ে রুল জারি করেছেন।
এর আগে ‘চট্টগ্রাম কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের’ শিরোনামে গত ৬ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই হাজতির নাম রুবেল দে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখে স্বজনেরা কারাগারে নির্যাতনের অভিযোগ করেছেন। পরে এই বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্র (আসক) রিট করে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে ছয় মাসের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ১০ জুন রুলসহ এ আদেশ দেন।
আজ বৃহস্পতিবার আদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সৈয়দা নাসরিন। তিনি বলেন, দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন আদালত। সেই সঙ্গে রুবেল দের মৃত্যুর অভিযোগের বিচারিক অনুসন্ধান করতে ও তাঁর পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়ে রুল জারি করেছেন।
এর আগে ‘চট্টগ্রাম কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের’ শিরোনামে গত ৬ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই হাজতির নাম রুবেল দে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখে স্বজনেরা কারাগারে নির্যাতনের অভিযোগ করেছেন। পরে এই বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্র (আসক) রিট করে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে ছয় মাসের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২৩ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২৮ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
৩১ মিনিট আগে