নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তাঁরা ভবনের ফটকে তালা লাগিয়ে দেন, ফলে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ভেতরে আটকা পড়েন। রাত ৮টার দিকে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন এবং ২৮ নভেম্বর আলোচনায় বসার আশ্বাস দেন। পরে রাত সোয়া ১১টায় আন্দোলনকারীরা হলে ফিরে যান।
অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে পরিবেশ রক্ষার দাবিতে বিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। তাঁরা চারুকলা ভবন নির্মাণের বিরুদ্ধে স্লোগান দেন এবং ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ-ভারত যৌথ অর্থায়নে চারুকলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ভবন নির্মাণের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছে, সেটি অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত একটি জলাশয়ের পাশে। ভবন নির্মাণের জন্য সেখানে প্রায় ১৫০টি গাছ কাটা হয়, যা পরিবেশবাদী শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরিবেশ সুরক্ষার দাবি জানিয়ে একদল শিক্ষার্থী নির্মাণকাজে বাধা দেন, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে কাজ স্থগিত করে।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা দ্রুত বন্ধ থাকা নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভবন না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
অন্যদিকে মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণের বিরোধিতা করছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা অভিযোগ করেন, ভবন নির্মাণের জন্য নির্বিচারে গাছ কাটা হয়েছে এবং পরিবেশের ক্ষতি করা হয়েছে। শহীদ সালাম-বরকত হলের একদল শিক্ষার্থী দাবি করেন, ভবন নির্মাণ হলে অতিথি পাখিদের অভয়াশ্রম নষ্ট হবে।
চারুকলা ভবন নির্মাণ নিয়ে এই উত্তেজনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী এবং পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ২৮ নভেম্বর আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও এটি একটি সাময়িক পদক্ষেপ। দীর্ঘ মেয়াদে পরিবেশ সুরক্ষা, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের অবকাঠামোগত প্রয়োজনের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তাঁরা ভবনের ফটকে তালা লাগিয়ে দেন, ফলে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ভেতরে আটকা পড়েন। রাত ৮টার দিকে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন এবং ২৮ নভেম্বর আলোচনায় বসার আশ্বাস দেন। পরে রাত সোয়া ১১টায় আন্দোলনকারীরা হলে ফিরে যান।
অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে পরিবেশ রক্ষার দাবিতে বিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। তাঁরা চারুকলা ভবন নির্মাণের বিরুদ্ধে স্লোগান দেন এবং ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ-ভারত যৌথ অর্থায়নে চারুকলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ভবন নির্মাণের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছে, সেটি অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত একটি জলাশয়ের পাশে। ভবন নির্মাণের জন্য সেখানে প্রায় ১৫০টি গাছ কাটা হয়, যা পরিবেশবাদী শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরিবেশ সুরক্ষার দাবি জানিয়ে একদল শিক্ষার্থী নির্মাণকাজে বাধা দেন, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে কাজ স্থগিত করে।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা দ্রুত বন্ধ থাকা নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভবন না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
অন্যদিকে মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণের বিরোধিতা করছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা অভিযোগ করেন, ভবন নির্মাণের জন্য নির্বিচারে গাছ কাটা হয়েছে এবং পরিবেশের ক্ষতি করা হয়েছে। শহীদ সালাম-বরকত হলের একদল শিক্ষার্থী দাবি করেন, ভবন নির্মাণ হলে অতিথি পাখিদের অভয়াশ্রম নষ্ট হবে।
চারুকলা ভবন নির্মাণ নিয়ে এই উত্তেজনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী এবং পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ২৮ নভেম্বর আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও এটি একটি সাময়িক পদক্ষেপ। দীর্ঘ মেয়াদে পরিবেশ সুরক্ষা, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের অবকাঠামোগত প্রয়োজনের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
থানচিতে কারবারি হেডম্যানের মাধ্যমে পাহাড়িদের বিয়ে নিবন্ধন চলতি মার্চ থেকে শুরু হবে। এ জন্য প্রতিটি কারবারি হেডম্যানের হাতে নিবন্ধন বই দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদের হলরুমে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের মিলন মেলা ও প্রথাগতবিষয়ক আলোচনা সভায় এসব কথা জানানো হয়।
৯ মিনিট আগেমাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দারা কীর্তিনাশা নদীতে এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ত
১৫ মিনিট আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেনের নামের থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২১ মিনিট আগেচুয়াডাঙ্গা শহর থেকে দিনদুপুরে চুরি হওয়া দুটি মোটরসাইকেল দুই দিনেও উদ্ধার না হওয়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আজ রোববার বিকেল ৪টার দিকে মোটরসাইকেল খোয়া যাওয়া দুই ভুক্তভোগীর সঙ্গে তাঁদের বন্ধু ও বৈষম্যবিরোধী
১ ঘণ্টা আগে