Ajker Patrika

শাহজালালে প্রবাসীর টাকার ব্যাগ চুরি, দুজনকে অর্থদণ্ড

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে আটক ২। ছবি: আজকের পত্রিকা
বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে আটক ২। ছবি: আজকের পত্রিকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে শহিদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪) নামের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরবর্তীতে তাঁদের অর্থদণ্ড দেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর এ তথ্য জানিয়েছেন।

গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাঁদের আটক করে বিমানবন্দর এপিবিএন। আটক কালে প্রবাসী যাত্রীর কাছ থেকে লুট করে নেওয়া বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

বিমানবন্দর এপিবিএন জানিয়েছে, গত ১৭ জানুয়ারি কিইআর ৬৪০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন কাতারপ্রবাসী মানিক। সেখানে তাঁর ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ রিয়ালসহ ব্যাগ নিয়ে যায় চোর চক্র। একই কায়দায় গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে বিমানবন্দরে আসার পর আরিফ প্রামাণিক নামে আরেক প্রবাসীর ৪ হাজার ৭৩৫ রিয়াল ও মূল্যবান কাগজপত্রসহ চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় দুজনই এপিবিএনের কাছে পৃথক অভিযোগ দেন।

তাঁরা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে প্রথম ঘটনার সত্যতা না পেলেও দ্বিতীয় ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারপর সন্দেহজনক মাস্ক পরিহিত দুই ব্যক্তিকে শনাক্ত করে গতকাল মঙ্গলবার আটক করা হয়। এপিবিএন অফিসে জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে তাঁরা। তাঁদের কাছ থেকে রিয়ালসহ ছিনিয়ে নেওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। তারপর ভুক্তভোগী প্রবাসী যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়। পরে আটকদের বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করা হয়। আদালতে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

চুরি যাওয়া টাকাসহ ব্যাগ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী আরিফ প্রামাণিক ও মানিক খান।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত