নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক দশক পেরিয়ে গেলেও মামলার কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা। এ ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সমাজ।
সাংবাদিকনেতারা বলেন, এমন স্পর্শকাতর একটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া হতাশাজনক। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বারবার পেছানোয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ বলেও জানান তাঁরা। অবিলম্বে তদন্ত শেষ করে মামলার রায় দেওয়ার আহ্বান জানান সাংবাদিকনেতারা।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাঁদের হত্যাকারীদের প্রশাসন এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ জানাচ্ছি। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেন, তবে সারা দেশের মানুষের প্রত্যাশা—বিচার দ্রুত শেষ হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। সারা দেশে দলমত-নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল সেটির কেন্দ্রবিন্দুতে ছিল এ ডিআরইউ। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। হয়তো কয়েক দিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় তদন্তকারী কর্মকর্তার ভরণপোষণের খরচ আসে। সেটা নিয়ে সে যদি দায়িত্ব পালন না করে তাহলে তাঁকে বরখাস্ত করা উচিত। আমরা ১০ বছর ধরে স্মারকলিপি দিয়ে আসছি, তা কোনো কাজে আসেনি। এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী—সব জায়গায় স্মারকলিপি জমা দেব। সেই সঙ্গে ডেডলাইন জানতে চাইব, ঠিক কবে নাগাদ এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ডিআরইউ সভাপতি।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক দশক পেরিয়ে গেলেও মামলার কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা। এ ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সমাজ।
সাংবাদিকনেতারা বলেন, এমন স্পর্শকাতর একটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া হতাশাজনক। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বারবার পেছানোয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ বলেও জানান তাঁরা। অবিলম্বে তদন্ত শেষ করে মামলার রায় দেওয়ার আহ্বান জানান সাংবাদিকনেতারা।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাঁদের হত্যাকারীদের প্রশাসন এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ জানাচ্ছি। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেন, তবে সারা দেশের মানুষের প্রত্যাশা—বিচার দ্রুত শেষ হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। সারা দেশে দলমত-নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল সেটির কেন্দ্রবিন্দুতে ছিল এ ডিআরইউ। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। হয়তো কয়েক দিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় তদন্তকারী কর্মকর্তার ভরণপোষণের খরচ আসে। সেটা নিয়ে সে যদি দায়িত্ব পালন না করে তাহলে তাঁকে বরখাস্ত করা উচিত। আমরা ১০ বছর ধরে স্মারকলিপি দিয়ে আসছি, তা কোনো কাজে আসেনি। এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী—সব জায়গায় স্মারকলিপি জমা দেব। সেই সঙ্গে ডেডলাইন জানতে চাইব, ঠিক কবে নাগাদ এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ডিআরইউ সভাপতি।
সুনামগঞ্জের জগন্নাথপুরে উদ্বোধনের এক মাস হয়ে গেলেও ফসল রক্ষা বাঁধের সংস্কারকাজ শুরু হয়নি। গত ১৫ ডিসেম্বর উপজেলার নলুয়ার হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধের ৪ নম্বর প্রকল্পের সংস্কারকাজ উদ্বোধন করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সেখানে মাটি ভরাটের কাজ শুরুই হয়ন
৪ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পটুয়াখালীর কুয়াকাটায় চলছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দখল-চাঁদাবাজি। উচ্ছেদ করতে যাওয়া প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এমনকি সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে।
৯ মিনিট আগেরংপুরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) গ্রাহকদের সঙ্গে আয়োজিত একটি মতবিনিময় সভায় মাল্টিমিডিয়ায় মুজিব বর্ষের লোগো ব্যবহারের ঘটনায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নেসকোর উপ-মহাব্যবস্থাপক মো. রহমত উল্লাহ-আল-ফারুক এই আদেশ জারি করেন।
১ ঘণ্টা আগেদুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে