নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরু হয়েছে ঈদের ছুটি। আর তাই ঢাকা সড়ক পথে গন্তব্যে যেতে যাত্রীদের ভিড় বেড়েছে বাস টার্মিনালগুলোতে। তবে এই যাত্রায় ভালো-মন্দ অনুভূতিই জানালেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকেই বেশির ভাগ দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে খুশি প্রকাশ করেন যাত্রীরা। তবে শেষ মুহূর্তে বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে আজ সকালের দিকে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি ছিল। যাদের অগ্রিম টিকিট কাটা ছিল, তারা কাউন্টারে এসে কিছুক্ষণ অপেক্ষা করে নির্দিষ্ট গন্তব্যের গাড়িতে উঠে চলে যেতে পারছেন। কিন্তু যাদের টিকিট নেই, তারা বিভিন্ন কাউন্টারে ছোটাছুটি করছেন টিকিট কাটার জন্য।
গাবতলী পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে হাসান রাজা নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছি। বেলা সাড়ে ১২টার গাড়ি ছিল, কাউন্টারে এসে শুনলাম গাড়ি নির্ধারিত সময়ে ছাড়বে। তবে আজিমপুর থেকে গাবতলী আসতে যানজটে কিছুক্ষণ আটকে থাকতে হয়েছে। তবে নির্ধারিত সময়ে বাস ছেড়ে দিলে সেই কষ্টটুকু আর থাকবে না।’
অগ্রিম টিকিট না থাকা যাত্রী আজাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি যাব কি না, নিশ্চিত ছিলাম না। হঠাৎ ছুটি পেয়েছি, তাই যেতে হচ্ছে। কিন্তু কোনো ভালো গাড়িতে টিকিট পাচ্ছি না। লোকাল কিছু গাড়ি যাচ্ছে, সেগুলোতেও ভাড়া অনেক বেশি চাচ্ছে। ঢাকা থেকে বগুড়ার ভাড়া আর ৫০০ টাকা সেখানে লোকাল বাসে ৮০০ থেকে ১ হাজার টাকা চাচ্ছে।’
যানবাহন ও যাত্রীর চাপ থাকায় রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী এবং আমিনবাজার এলাকায় যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। এই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছিল।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীর কিছুটা চাপ আছে। তবে যাদের আগে টিকিট কাটা ছিল, তারাই যাত্রা করছেন। এবার মহাসড়কের অবস্থা ভালো, ফলে প্রতিটা গাড়ি সঠিক সময়ে ছাড়তে পারছি। আমাদের কোনো গাড়িতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
শুরু হয়েছে ঈদের ছুটি। আর তাই ঢাকা সড়ক পথে গন্তব্যে যেতে যাত্রীদের ভিড় বেড়েছে বাস টার্মিনালগুলোতে। তবে এই যাত্রায় ভালো-মন্দ অনুভূতিই জানালেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকেই বেশির ভাগ দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে খুশি প্রকাশ করেন যাত্রীরা। তবে শেষ মুহূর্তে বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে আজ সকালের দিকে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি ছিল। যাদের অগ্রিম টিকিট কাটা ছিল, তারা কাউন্টারে এসে কিছুক্ষণ অপেক্ষা করে নির্দিষ্ট গন্তব্যের গাড়িতে উঠে চলে যেতে পারছেন। কিন্তু যাদের টিকিট নেই, তারা বিভিন্ন কাউন্টারে ছোটাছুটি করছেন টিকিট কাটার জন্য।
গাবতলী পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে হাসান রাজা নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছি। বেলা সাড়ে ১২টার গাড়ি ছিল, কাউন্টারে এসে শুনলাম গাড়ি নির্ধারিত সময়ে ছাড়বে। তবে আজিমপুর থেকে গাবতলী আসতে যানজটে কিছুক্ষণ আটকে থাকতে হয়েছে। তবে নির্ধারিত সময়ে বাস ছেড়ে দিলে সেই কষ্টটুকু আর থাকবে না।’
অগ্রিম টিকিট না থাকা যাত্রী আজাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি যাব কি না, নিশ্চিত ছিলাম না। হঠাৎ ছুটি পেয়েছি, তাই যেতে হচ্ছে। কিন্তু কোনো ভালো গাড়িতে টিকিট পাচ্ছি না। লোকাল কিছু গাড়ি যাচ্ছে, সেগুলোতেও ভাড়া অনেক বেশি চাচ্ছে। ঢাকা থেকে বগুড়ার ভাড়া আর ৫০০ টাকা সেখানে লোকাল বাসে ৮০০ থেকে ১ হাজার টাকা চাচ্ছে।’
যানবাহন ও যাত্রীর চাপ থাকায় রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী এবং আমিনবাজার এলাকায় যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। এই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছিল।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীর কিছুটা চাপ আছে। তবে যাদের আগে টিকিট কাটা ছিল, তারাই যাত্রা করছেন। এবার মহাসড়কের অবস্থা ভালো, ফলে প্রতিটা গাড়ি সঠিক সময়ে ছাড়তে পারছি। আমাদের কোনো গাড়িতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
‘আমার ছেলে কী অপরাধ করেছিল? আমার ছেলেসহ বহু ছাত্রকে ওরা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। আমার ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না? হত্যাকারীদের ফাঁসি দেখলে মরেও শান্তি পাব।’ আজ সোমবার কথাগুলো বলছিলেন ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই নিহত জিহাদের (২৫) বাবা নুরুল আমিন মোল্লা।
৭ ঘণ্টা আগেরাজশাহীর বাঘায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার বাউসা ইউনিয়নে ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রোববার (৩০ মার্চ) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত হামলায় পাঁচটি মোটরসাইকেল ও একটি ভ্যান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
৭ ঘণ্টা আগেবগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ দেখে অসুস্থ হয়ে প্রতিবেশী এক নারী মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম স্বপ্না রানী সরকার (৪০)। তিনি ওই গ্রামের কৃষক সঞ্জিত সরকারের স্ত্রী। তাঁর অনামিকা সরকা
৮ ঘণ্টা আগেপুরো রমজান মাসে কক্সবাজার সমুদ্রসৈকতে ছিল প্রায় সুনসান নীরবতা। হোটেল-মোটেল, গেস্টহাউস ও রিসোর্টগুলো কক্ষভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও অতিথি পায়নি। বন্ধ ছিল পর্যটকনির্ভর রেস্তোরাঁসহ অন্যান্য ব্যবসা। সেই নীরবতা ভেঙেছে ঈদুল ফিতরের ছুটিতে। আজ সোমবার দুপুর থেকে স্থানীয় পর্যটকেরা সৈকতমুখী হয়েছেন।
৮ ঘণ্টা আগে