Ajker Patrika

স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার দরজায় প্রায়ই ঝুলছে তালা

হারুনুর রশিদ, রায়পুরা (নরসিংদী)
স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার দরজায় প্রায়ই ঝুলছে তালা

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার দরজায় প্রায়ই ঝুলছে তালা। জনবল সংকট ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় চিকিৎসাসেবা নিতে পারছেন না রোগীরা। 

মাঝে মধ্যে খুললেও নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ দুপুর ১২ টা-১টার পরে উপস্থিত হওয়ার অভিযোগ সেবা গ্রহীতাদের। ফলে বঞ্চিত হচ্ছে মা ও শিশু চিকিৎসা সেবা গ্রহীতারা। 

জানা গেছে, ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রায়পুরা উপজেলা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন এ উপজেলায় ২৪টি ইউনিয়নের মধ্যে ১৯ টিতে রয়েছে তাঁদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। মা ও শিশুর চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ভিজিটর, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী থাকার কথা। কিন্তু এ উপজেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। ১৯টি ইউনিয়নের অন্তত ৬টি দীর্ঘদিন ধরে জনবল না থাকায় কোনো কার্যক্রম নেই। কিছু কিছু কেন্দ্রে ২ / ১ টাতে আয়া ও নিরাপত্তা প্রহরী থাকলেও তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বাকি ১৩ টির মধ্যেও অধিকাংশটিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ভিজিটর, ফার্মাসিস্ট, আয়া ও নিরাপত্তাপ্রহরীর পদ শূন্য রয়েছে। 

এ ছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তার তিনটির মধ্যে দুইটি, মেডিকেল অফিসারের দুইটি পদই শূন্য আছে দীর্ঘ বছর ধরে। ফলে মুখ থুবড়ে পড়েছে এ উপজেলার ২৪ ইউনিয়নের মা ও শিশুর চিকিৎসা সেবায় পুরুষ ও নারীসহ সব বয়সের দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রিক অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকাংশ চিকিৎসাসেবা প্রদান করার কথা। 

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আশপাশে শুক্রবার ও সোমবার জমে উঠে পশুর হাট। ছবি: আজকের পত্রিকামুছাপুর কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন যাবৎ চিকিৎসক সংকটসহ বিদ্যুৎ সংযোগ বিহীন তালাবদ্ধ জরাজীর্ণ হয়ে পরে রয়েছে ভরনটি। আশপাশে জমে উঠে আড্ডার আসর এবং শুক্রবার ও সোমবার জমে উঠে পশুর হাট। 

উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেবা কেন্দ্রের গেটে তালা ঝুলছে। বাইরে সেবা নেওয়ার জন্য ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ১০ / ১২ জন সেবা গ্রহীতা দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হারুনুর রশিদের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। 

সাংবাদিকদের উপস্থিতি দেখে এগিয়ে আসেন সেবা নিতে আসা লোকজন। এ সময় লিজা আক্তার, আকলিমা খাতুনসহ বেশ কয়েকজন জানান, কয়েক দিন থেকে তাঁরা চিকিৎসককে দেখাতে এসে ফিরে যাচ্ছেন। আজও হাসপাতালে তালা ঝুলছে। আজকেও হয়তো চিকিৎসকের সেবা পাবেন না তারা। 
 
গোলাপ মিয়া নামে ষাটোর্ধ্ব একজন বলেন, মাঝে মধ্যে ১২ টা,১টার সময় এখানে ডাক্তার আসেন। প্রায়ই রোগীরা এসে সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন। 

এদিকে ঘড়ির কাটায় ঠিক দুপুর ১টা বাজার সঙ্গে সঙ্গে হঠাৎ তালা খুলে হাসপাতালে ঢুকে অগোছালো টেবিল চেয়ার পরিষ্কার করতে লাগলেন উত্তরবাখরনগর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হারুনুর রশিদ। এরই মাঝে ৮ থেকে ১০ জন সেবা গ্রহীতা উপস্থিত। সেবা শেষে প্রতিবেদক এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা থেকে প্রশিক্ষণ ভাতা নিয়ে ট্রেনে আসতে কিছুটা দেরি হয়েছে। 

এ সময় অন্যান্য দিনে দেরিতে অফিসে উপস্থিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, ‘রোগী আসতে দেরি হয় বিধায় সকালে নাশতা করে কিছুটা সময় এদিক সেদিক হাঁটাহাঁটি করায় মাঝে মধ্যে দেরি হয়।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, উত্তর বাখর নগর কেন্দ্রে কোয়াটারে নিয়মিত থাকেন না চিকিৎসক। 

দীর্ঘদিন যাবৎ চিকিৎসক সংকটসহ বিদ্যুৎ সংযোগ বিহীন তালাবদ্ধ জরাজীর্ণ হয়ে পরে রয়েছে ভরনটি। ছবি: আজকের পত্রিকাশুধু উত্তর বাখর নগর কেন্দ্রই নয় মুছাপুর, মহেষপুর, মির্জাপুর মরজালসহ বেশির ভাগ কেন্দ্রেই সেবা বঞ্চিত হয়ে ফিরে যাওয়ার অভিযোগ করেন সেবা গ্রহীতারা। 

এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বক্তব্য দেওয়া নিষেধ। শূন্য পদসমূহ পূরণের জন্য সুপারিশ করা এবং দায়িত্ব অবহেলার বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।’ 

এ নিয়ে কথা হয় জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক অরবিন্দ্র দত্তের সঙ্গে। তিনি বলেন, ‘সারা দেশেই জনবল সংকট রয়েছে। নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। যে সকল কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত