মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় বিদ্যুৎচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও অন্তত পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের শফিউদ্দিনের ছেলে অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন (৩৫) ও গোড়াই ইউনিয়নের দেওহাটা বাকালীপাড়ার রতন বাকালীর ছেলে সুশান্ত বাকালী (৩৩)। সুশান্ত বাকালী গোড়াই কমফিট কম্পোজিট নিট কারখানায় কাজ করতেন।
অহত ব্যক্তিরা হলেন দিঘলিয়া গ্রামের শওকত হোসেন (৪৫), তাঁর স্ত্রী লাকি বেগম (৩৫) ও ৯ বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং বগুড়ার সারিয়াকান্দি এলাকার আমিনুল ইসলাম (৩২)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত দুজনকে জেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত একজনের পরিচয় পাওয়া যায়নি।
শিশু মরিয়ম ছাড়া সবাই গোড়াই এলাকার কমফিট কম্পোজিট নিট কারখানায় কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কারখানায় কাজ শেষে বিদ্যুৎচালিত অটোরিকশাযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। গোড়াই নাজিরপাড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা মাটিভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই অটোচালক তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে সুশান্ত বাকালীর মৃত্যু হয়। আহত পাঁচজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত শওকত হোসেন, তাঁর স্ত্রী ও মেয়েকে ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন মারা গেছেন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় বিদ্যুৎচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও অন্তত পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের শফিউদ্দিনের ছেলে অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন (৩৫) ও গোড়াই ইউনিয়নের দেওহাটা বাকালীপাড়ার রতন বাকালীর ছেলে সুশান্ত বাকালী (৩৩)। সুশান্ত বাকালী গোড়াই কমফিট কম্পোজিট নিট কারখানায় কাজ করতেন।
অহত ব্যক্তিরা হলেন দিঘলিয়া গ্রামের শওকত হোসেন (৪৫), তাঁর স্ত্রী লাকি বেগম (৩৫) ও ৯ বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং বগুড়ার সারিয়াকান্দি এলাকার আমিনুল ইসলাম (৩২)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত দুজনকে জেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত একজনের পরিচয় পাওয়া যায়নি।
শিশু মরিয়ম ছাড়া সবাই গোড়াই এলাকার কমফিট কম্পোজিট নিট কারখানায় কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কারখানায় কাজ শেষে বিদ্যুৎচালিত অটোরিকশাযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। গোড়াই নাজিরপাড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা মাটিভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই অটোচালক তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে সুশান্ত বাকালীর মৃত্যু হয়। আহত পাঁচজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত শওকত হোসেন, তাঁর স্ত্রী ও মেয়েকে ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন মারা গেছেন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
চট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২৪ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
২৭ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৪০ মিনিট আগে