Ajker Patrika

সোলার প্যানেলে বজ্রপাত, ভাইস চেয়ারম্যানের কক্ষে ব্যাটারি বিস্ফোরণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
সোলার প্যানেলে বজ্রপাত, ভাইস চেয়ারম্যানের কক্ষে ব্যাটারি বিস্ফোরণ

বজ্রপাতের সঙ্গে সঙ্গে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কক্ষে ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোলার প্যানেলের ওপর অথবা খুব কাছে বজ্রপাতের ফলে সংযুক্ত ব্যাটারিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে কেউ হতাহত হয়নি। 

আজ রোববার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে সোলার প্যানেলের সঙ্গে যুক্ত ১টি ব্যাটারি ও মেশিন পুড়ে গেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা পরিষদের সিএ সুবল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে প্রচণ্ড ঝড়বৃষ্টি চলাকালে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদের ছাদে রাখা সোলার প্যানেলের সঙ্গে সংযুক্ত ভাইস চেয়ারম্যানের কক্ষে থাকা ছয়টি ব্যাটারির মধ্যে একটি ব্যাটারি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সম্পূর্ণ ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ব্যাটারির অ্যাসিড কক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।’ 

সুবল বিশ্বাস আরও বলেন, ‘এ সময় ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান কেউই কক্ষে উপস্থিত ছিলেন না। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কিছুক্ষণ পর তারা চলে আসে। তারা বিদ্যুতের সকল সংযোগ বন্ধ রাখতে বলেন। পরে খবর শুনে ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের ঘটনাস্থলে আসেন।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত