Ajker Patrika

টঙ্গীতে রেললাইনে আগুন, সড়কে মশাল মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৪: ৩৪
টঙ্গীতে রেললাইনে আগুন, সড়কে মশাল মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গাজীপুরের টঙ্গীতে রেললাইনে আগুন ও মশাল মিছিল করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল বুধবার রাত ১২টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় নেতা-কর্মীরা রেললাইনে টায়ারে আগুন দেন ও মশাল মিছিল বের করেন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সরকার গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে ‘অবৈধ সরকারের তফসিল ঘোষণা করা হয়েছে’ বলে স্লোগান দেন।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, বুধবার সন্ধ্যায় রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতা-কর্মীরা চলে যান।

অন্যদিকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে স্লোগান দেন।

মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে টঙ্গী বাজার এলাকায় গিয়ে শেষ করেন নেতা-কর্মীরা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীরা রাতে আবারও মিছিল বের করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত