Ajker Patrika

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেনযোগাযোগ বন্ধ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ২৩
টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেনযোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের বাসাইলের হাবলা ইউনিয়নের সোনালিয়া এলাকায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

অবশ্য বেলা সোয়া ১১টায় এ রিপোর্ট লেখার সময় উদ্ধারকারী ইঞ্জিন ট্রেনটি সরানোর কাজ শুরু করেছে। ট্রেনের ইঞ্জিন বিকলের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল মিয়া। 

সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। হাবলা ইউনিয়নের সোনালিয়া এলাকায় এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন এসেছে। 

তিনি আরও জানান, ট্রেনটি সরানোর কাজ শুরু হয়েছে। উদ্ধারকাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত