আরও ১৩১ জন গ্রেপ্তার ঢাকায় নতুন ১৪ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৮: ৩০
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ আরও ১৩১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৫৮ জনকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র বলেছে, সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় গতকাল আরও ১৪টি মামলা হয়েছে। এ নিয়ে রাজধানীতেই মামলা হলো ২৪৩টি। এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২ হাজার ৮২২ জনকে।

ঢাকার সিএমএম আদালত সূত্রে জানা যায়, ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা ১২০ জনকে গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাঁদের অনেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। তাঁদের মধ্যে ১০৫ জনকে কারাগারে পাঠানো হয়। বাকি ১৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এর মধ্যে বনানীতে সেতু ভবনে নাশকতার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।

রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর পাঁচজন হলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।

এ ছাড়া ধানমন্ডি থানায় করা নাশকতার এক মামলায় তিনজনের, উত্তরা পূর্ব থানায় একজনের তিন দিন, উত্তরা পশ্চিম থানায় একজনের তিন দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় একজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ২১ জুলাই ১১৯ জনকে, ২২ জুলাই ৩৫৫ জনকে, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২ ও ২৮ জুলাই ১৩১ জনকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়। 

নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৫১
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা মামলায় গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে রংপুরে ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ময়মনসিংহ ও সাতক্ষীরায় গতকাল ২৯ জনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। তাঁদের মধ্যে ১৭ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত