টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
নিহত খাদিজা (২৮) মাদারীপুর সদর থানার পূর্ব কালিকাপুর গ্রামের সেলিম খানের মেয়ে। তিনি টঙ্গী গাজীপুরা এলাকায় ভাড়া বাসায় স্বামী সাদ্দামের হোসেনের সঙ্গে বসবাস করতেন। সাদ্দামের বাড়ি শরিয়তপুর জেলায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় খাদিজার। টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন সাদ্দাম। আজ সকালে স্ত্রী ও ছেলে কাউসারকে (৯) বাসায় রেখে কাজ করতে যান তিনি। দুপুরে খাবার খেতে বাসায় এসে দরজা বন্ধ পেয়ে সাদ্দাম কারখানায় ফিরে যান। পরে বিকেলে ঘরের সামনে শিশু কাউসারকে কাঁদতে দেখে এগিয়ে যান পাশের ভাড়াটিয়ারা।
ভাড়াটিয়ারা ঘরের জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে স্ত্রীর মৃত্যু খবর পেয়ে সাদ্দাম বাসায় এলে তাঁকে থানায় নিয়ে যায় বলে জানায় পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বামীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি।’
গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
নিহত খাদিজা (২৮) মাদারীপুর সদর থানার পূর্ব কালিকাপুর গ্রামের সেলিম খানের মেয়ে। তিনি টঙ্গী গাজীপুরা এলাকায় ভাড়া বাসায় স্বামী সাদ্দামের হোসেনের সঙ্গে বসবাস করতেন। সাদ্দামের বাড়ি শরিয়তপুর জেলায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় খাদিজার। টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন সাদ্দাম। আজ সকালে স্ত্রী ও ছেলে কাউসারকে (৯) বাসায় রেখে কাজ করতে যান তিনি। দুপুরে খাবার খেতে বাসায় এসে দরজা বন্ধ পেয়ে সাদ্দাম কারখানায় ফিরে যান। পরে বিকেলে ঘরের সামনে শিশু কাউসারকে কাঁদতে দেখে এগিয়ে যান পাশের ভাড়াটিয়ারা।
ভাড়াটিয়ারা ঘরের জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে স্ত্রীর মৃত্যু খবর পেয়ে সাদ্দাম বাসায় এলে তাঁকে থানায় নিয়ে যায় বলে জানায় পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বামীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি।’
৮৮২ কোটি টাকা ব্যয়ে ১০৬ কিলোমিটার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ (সওজ)। চার বছর যেতে না যেতেই সড়কটির বিভিন্ন স্থান দেবে গিয়ে সৃষ্টি হয়েছে উঁচু-নিচু ঢেউ। যেন রীতিমতো জমির আলপথের মতো অবস্থা। এতে সড়কটি দিয়ে যাহনবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
২ ঘণ্টা আগেঅনিয়ম যেন পিছু ছাড়ছে না ঢাকা ওয়াসার গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পে। কমবেশি ৩ হাজার ৯৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ এখনো চলমান। মূল প্রকল্পের আওতায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার পানি সরবরাহের পাইপ কিনে বসানো হয়েছিল আগেই। এ পাইপ কেনাকাটায় উঠেছে অনিয়মের অভিযোগ। চীনের একটি আদালতে সংশ্লিষ্টদের ম
৩ ঘণ্টা আগেখুলনা জেলায় তিন ফসলি উর্বর জমির প্রায় ৫১০ হেক্টরে চাষাবাদ হয় নানা জাতের শস্য। এসবের মধ্যে ধান, গম, আখ, সরিষা, তিল, ভুট্টা, তরমুজ, বাঙ্গি, ঢেঁড়স এবং বিভিন্ন সবজি অন্যতম। তবে চাষিদের বড় দুঃখের কারণ আঠারোবাঁকি নদী। অবৈধ ইটভাটার দাপটে এই নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তার প্রভাব পড়ছে শ্রীরামপুর
৩ ঘণ্টা আগেসিলেটে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) মো. জাহাঙ্গীর আলমের দাপটে তাঁর স্ত্রী ফেঞ্চুগঞ্জ সদর ক্লিনিকের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) জোহরা বেগমও বেপরোয়া। সব অনিয়মই তাঁর কাছে নিয়ম। এ রকম আরও অভিযোগ পাওয়া গেছে তাঁর সহকর্মী ও এলাকাবাসীর কাছ থেকে।
৪ ঘণ্টা আগে