Ajker Patrika

ভৈরবে ৫১ কেজি গাঁজাসহ ২ নারী-পুরুষকে আটক করল র‍্যাব

কিশোরগঞ্জ প্রতিনিধি
ভৈরবে ৫১ কেজি গাঁজাসহ ২ নারী-পুরুষকে আটক করল র‍্যাব

কিশোরগঞ্জের ভৈরবে ৫১ কেজি গাঁজাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শিমুলকান্দির বাউসমারা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাইসমারা গ্রামের রানু বেগম (৩৫) এবং একই উপজেলার বিল্লাবাড়ি গ্রামের মো. রাসেল (২৬)।

র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সাল এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের শিমুলকান্দির বাউসমারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সম্রাজ্ঞী রানু বেগম ও রাসেলকে ৫১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

ফাহিম ফয়সাল আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে গাঁজা বিক্রি করছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক দুজনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত