Ajker Patrika

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৯: ২৩
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

ভাতা বৃদ্ধির দাবিতে দেশব্যাপী চলমান কর্মবিরতির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মবিরতির প্রত্যাহারের ঘোষণা দেন। 

এ সময় ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। 

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের প্রাণ। তাঁরা খেয়ে না খেয়ে রোগীদের সেবা দেন। সিনিয়র চিকিৎসকেরা রাউন্ড দিয়ে চলে গেলে এই ইন্টার্নরাই রোগীদের অসুবিধা দেখভাল করেন। কাজেই তাঁদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝে আমি নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি ফাইল গ্রহণ করেছেন এবং দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবেন বলেছেন। আমি ইন্টার্নি চিকিৎসকদের বলতে চাই, আন্দোলন না করে চিকিৎসা শিক্ষার কাজে মনোযোগ দিন। প্রধানমন্ত্রী আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ে আপনাদেরকে ভালো খবর দিতে সক্ষম হব।’ 

এর আগে দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় আন্দোলনের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বিএসএমএমইউ উপাচার্য, মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ পেশাজীবী চিকিৎসক নেতৃবৃন্দ আলোচনা করেন। 

এ সময় ইর্ন্টানরা বর্তমানে ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, প্রতিবছর এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধির ব্যবস্থা রাখা, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, চিকিৎসকদের ঝুঁকিভাতা রাখা, বকেয়া ভাতা পরিশোধ করাসহ অন্যান্য দাবি তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত