টাঙ্গাইল প্রতিনিধি
নববধূকে ধর্ষণের মামলার আসামি টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান সাকিব মিয়ার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী জিনিয়া বখ্শ জানান, ধর্ষণের শিকার ওই নববধূ গত ১৬ মে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রলীগ নেতা সাকিব (২৪) এবং তাঁর দুই সহযোগী সাইদুল মিয়া (৩০) ও সাহেদের (২৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালত মামলাটি লিপিবদ্ধ করার জন্য বাসাইল থানাকে নির্দেশ দেন।
মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেন, গত ১৪ মে দিবাগত রাতে বাসাইল দক্ষিণপাড়া গ্রামের সাকিব মিয়া তাঁর দুই বন্ধু সাইদুল ও সাহেদকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে যান। তাঁরা তাঁর স্বামীকে ডেকে তোলেন। অসুস্থ রোগী দেখতে যাবেন বলে স্বামীর কাছে তাঁরা মোটরসাইকেল চান। মোটরসাইকেলটি একটু দূরে নিয়ে যাওয়ার পর নববধূর স্বামীকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে স্বামীকে ডেকে মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিতে বলেন। স্বামী স্টার্ট দেওয়ার জন্য বাইরে আসলে সাকিব ঘরে ঢুকে গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলা দায়েরের পর সাকিব মিয়া গত ২১ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। পরে আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হন।
অপর দুই আসামি সাইদুল মিয়া ও সাহেদ গত ২৯ মে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। পরে তাঁরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়। তারা পর জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ২৩ জুলাই জামিন পান।
নববধূকে ধর্ষণের মামলার আসামি টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান সাকিব মিয়ার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী জিনিয়া বখ্শ জানান, ধর্ষণের শিকার ওই নববধূ গত ১৬ মে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রলীগ নেতা সাকিব (২৪) এবং তাঁর দুই সহযোগী সাইদুল মিয়া (৩০) ও সাহেদের (২৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালত মামলাটি লিপিবদ্ধ করার জন্য বাসাইল থানাকে নির্দেশ দেন।
মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেন, গত ১৪ মে দিবাগত রাতে বাসাইল দক্ষিণপাড়া গ্রামের সাকিব মিয়া তাঁর দুই বন্ধু সাইদুল ও সাহেদকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে যান। তাঁরা তাঁর স্বামীকে ডেকে তোলেন। অসুস্থ রোগী দেখতে যাবেন বলে স্বামীর কাছে তাঁরা মোটরসাইকেল চান। মোটরসাইকেলটি একটু দূরে নিয়ে যাওয়ার পর নববধূর স্বামীকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে স্বামীকে ডেকে মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিতে বলেন। স্বামী স্টার্ট দেওয়ার জন্য বাইরে আসলে সাকিব ঘরে ঢুকে গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলা দায়েরের পর সাকিব মিয়া গত ২১ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। পরে আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হন।
অপর দুই আসামি সাইদুল মিয়া ও সাহেদ গত ২৯ মে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। পরে তাঁরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়। তারা পর জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ২৩ জুলাই জামিন পান।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
১৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে