টাঙ্গাইল (ঘাটাইল) প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেমের সম্পর্ক হওয়ার পর প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক নারী (২৪)। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে।
ধর্ষিতা নারী এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা করলে অভিযুক্ত আব্দুর রহমান (৩৩) কে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর ছয় বছর আগে বিয়ে হয়েছিল। তার একটি পুত্র সন্তান আছে। পুত্র সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতেই থাকত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুর রহমান নামে এক প্রবাসীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে পরিচয় হয় ওই নারীর। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে প্রেমিক আব্দুর রহমান দেশে আসেন। তাঁদের মধ্যে মোবাইলে যোগাযোগ থাকলেও সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। গত ২৫ সেপ্টেম্বর বিয়ে সংক্রান্ত আলোচনার কথা বলে রহমান ওই নারীকে মধুপুর উপজেলা সদরে নিয়ে আসে। সেখান থেকে তাকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে বন্ধু তুলা মিয়ার বাড়িতে নিয়ে আসে। ওই দিন দুপুর বেলায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে রহমান তাকে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে ওই নারী আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন। মামলার পর ঘাটাইল উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেমের সম্পর্ক হওয়ার পর প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক নারী (২৪)। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে।
ধর্ষিতা নারী এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা করলে অভিযুক্ত আব্দুর রহমান (৩৩) কে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর ছয় বছর আগে বিয়ে হয়েছিল। তার একটি পুত্র সন্তান আছে। পুত্র সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতেই থাকত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুর রহমান নামে এক প্রবাসীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে পরিচয় হয় ওই নারীর। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে প্রেমিক আব্দুর রহমান দেশে আসেন। তাঁদের মধ্যে মোবাইলে যোগাযোগ থাকলেও সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। গত ২৫ সেপ্টেম্বর বিয়ে সংক্রান্ত আলোচনার কথা বলে রহমান ওই নারীকে মধুপুর উপজেলা সদরে নিয়ে আসে। সেখান থেকে তাকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে বন্ধু তুলা মিয়ার বাড়িতে নিয়ে আসে। ওই দিন দুপুর বেলায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে রহমান তাকে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে ওই নারী আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন। মামলার পর ঘাটাইল উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দশটার দিকে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী সড়কের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে । এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের মধ্যে।
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
৪১ মিনিট আগেনোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১ ঘণ্টা আগে