ফরিদপুর প্রতিনিধি
কাজী জাফর উল্যাহ ফরিদপুরের সবচেয়ে ব্যর্থ পুরুষ বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। বিভিন্ন সভা-সমাবেশে দুজনেই একে অপরকে নিয়ে বিষোদ্গার করে আসছেন।
আজ রোববার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেন নিক্সন চৌধুরী।
নির্বাচনী সভায় নিক্সন চৌধুরী বলেন, ‘ফুফু আগেও আপনারে দুইবার নৌকা দিছে; কিন্তু চাচা মাথা ঘামান, বইঠা আমারে দিছে। বইঠা ছাড়া নৌকা অচল। ফুফু কয় যা উনারে নৌকা দিয়েছি তুই বইঠা নিয়ে যা। বইঠা দিয়ে আমি গাঙ পাড়ি দিই। আর আপনি নৌকা নিয়ে গাঙের ভেতরে তাল-বেতাল হয়ে যান। আপনি সবচেয়ে ব্যর্থ পুরুষ, এই ফরিদপুরের মধ্যে দুই দুইবার নৌকা ডুবাইছেন, তৃতীয়বারের মতো ডুবাইতে যাচ্ছেন। বঙ্গবন্ধু যদি জীবিত থাকত আপনাকে ছাত্রলীগের অফিসের পিয়নও বানাইতো না। আজ কোন মুখে ভোট চাইতে আসছেন, লজ্জা শরম নাই?’
নিক্সন চৌধুরী আরও বলেন, ‘এখন বসন্তের কোকিল এসেছে, তাও ইলেকশনের দুই মাস আগে। ঢাকায় যাইয়্যা লেপ মুড়ি দিয়ে শুইয়্যা আছেন। কোনো খবর নাই। মনে অয় উনি এত কাজ করছে যে তিন থানায় ওনার ভোট গিজ গিজ করতাছে। উনি মঞ্চে উঠে কান্দে, নাটকবাজী আরম্ভ করেছে। আসলে দোষ ওনারনা, দোষ পাবনার পাগলা গারদের দারোয়ানের। ওই ব্যাটা ঘুমাইছে, উস্তাদে বাইরাইয়ে আইছে। ভণ্ডামি করে ভোট নিতে চায়। আপনারা গত পাঁচ বছরে যেমন দেখেন নাই, ভোট নিয়ে জিতলে আগামী পাঁচ বছরেও দেখবেন না।’
সভায় ঢেউখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মস্তফা মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সায়েদিদ গামাল লিপু, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানসহ অনেকে।
কাজী জাফর উল্যাহ ফরিদপুরের সবচেয়ে ব্যর্থ পুরুষ বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। বিভিন্ন সভা-সমাবেশে দুজনেই একে অপরকে নিয়ে বিষোদ্গার করে আসছেন।
আজ রোববার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেন নিক্সন চৌধুরী।
নির্বাচনী সভায় নিক্সন চৌধুরী বলেন, ‘ফুফু আগেও আপনারে দুইবার নৌকা দিছে; কিন্তু চাচা মাথা ঘামান, বইঠা আমারে দিছে। বইঠা ছাড়া নৌকা অচল। ফুফু কয় যা উনারে নৌকা দিয়েছি তুই বইঠা নিয়ে যা। বইঠা দিয়ে আমি গাঙ পাড়ি দিই। আর আপনি নৌকা নিয়ে গাঙের ভেতরে তাল-বেতাল হয়ে যান। আপনি সবচেয়ে ব্যর্থ পুরুষ, এই ফরিদপুরের মধ্যে দুই দুইবার নৌকা ডুবাইছেন, তৃতীয়বারের মতো ডুবাইতে যাচ্ছেন। বঙ্গবন্ধু যদি জীবিত থাকত আপনাকে ছাত্রলীগের অফিসের পিয়নও বানাইতো না। আজ কোন মুখে ভোট চাইতে আসছেন, লজ্জা শরম নাই?’
নিক্সন চৌধুরী আরও বলেন, ‘এখন বসন্তের কোকিল এসেছে, তাও ইলেকশনের দুই মাস আগে। ঢাকায় যাইয়্যা লেপ মুড়ি দিয়ে শুইয়্যা আছেন। কোনো খবর নাই। মনে অয় উনি এত কাজ করছে যে তিন থানায় ওনার ভোট গিজ গিজ করতাছে। উনি মঞ্চে উঠে কান্দে, নাটকবাজী আরম্ভ করেছে। আসলে দোষ ওনারনা, দোষ পাবনার পাগলা গারদের দারোয়ানের। ওই ব্যাটা ঘুমাইছে, উস্তাদে বাইরাইয়ে আইছে। ভণ্ডামি করে ভোট নিতে চায়। আপনারা গত পাঁচ বছরে যেমন দেখেন নাই, ভোট নিয়ে জিতলে আগামী পাঁচ বছরেও দেখবেন না।’
সভায় ঢেউখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মস্তফা মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সায়েদিদ গামাল লিপু, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানসহ অনেকে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগে