নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত শাওন প্রধান (২০) কোনো দলের পদ পদবিতে ছিল না বলে দাবি করেছেন তাঁর চাচা ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী।
শাওনের চাচা শওকত আলী বলেন, ‘শাওন আমার চাচাতো ভাইয়ের ছেলে। সে কোনো দলের পদ পদবিতে ছিল না। রাজনীতিতেও তেমন সক্রিয় ছিল না। এখন যদি ভেতরে-ভেতরে কোনো দলকে সমর্থন করে সেটাতো আমি বলতে পারব না। কীভাবে বা কার সঙ্গে নারায়ণগঞ্জ শহরে গেল আমি সেই খোঁজ নিচ্ছি। আমার জানা মতে, তার বিএনপি করার কথা না। আমি এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
জানা গেছে, শাওন নারায়ণগঞ্জের সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের নবীনগর গ্রামের সাহেব আলীর ছেলে। বিএনপি নেতাকর্মীদের দাবি, শাওন যুবদলের কর্মী ছিলেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পুলিশ-বিএনপি সংঘর্ষ শুরু হয়। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতাকর্মীদের দাবি, বিনা উসকানিতে নেতাকর্মীদের লাঠিপেটা শুরু করে পুলিশ। এর পরপরই সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশও রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মী, পুলিশ, সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শাওন প্রধান। সংঘর্ষের আগে তাঁকে বিএনপির মিছিলের সামনের সারিতে দেখা গেছে।
সংঘর্ষের বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিএনপি বিনা অনুমতিতে কর্মসূচি পালনের চেষ্টা করছিল। আমরা বাধা দিলে তারা আমাদের ওপর আক্রমণ করে। আমাদের ১৫ জন সদস্য আহত হয়েছে।’
যুবদল কর্মী নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমাদের জানা নেই।’
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত শাওন প্রধান (২০) কোনো দলের পদ পদবিতে ছিল না বলে দাবি করেছেন তাঁর চাচা ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী।
শাওনের চাচা শওকত আলী বলেন, ‘শাওন আমার চাচাতো ভাইয়ের ছেলে। সে কোনো দলের পদ পদবিতে ছিল না। রাজনীতিতেও তেমন সক্রিয় ছিল না। এখন যদি ভেতরে-ভেতরে কোনো দলকে সমর্থন করে সেটাতো আমি বলতে পারব না। কীভাবে বা কার সঙ্গে নারায়ণগঞ্জ শহরে গেল আমি সেই খোঁজ নিচ্ছি। আমার জানা মতে, তার বিএনপি করার কথা না। আমি এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
জানা গেছে, শাওন নারায়ণগঞ্জের সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের নবীনগর গ্রামের সাহেব আলীর ছেলে। বিএনপি নেতাকর্মীদের দাবি, শাওন যুবদলের কর্মী ছিলেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পুলিশ-বিএনপি সংঘর্ষ শুরু হয়। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতাকর্মীদের দাবি, বিনা উসকানিতে নেতাকর্মীদের লাঠিপেটা শুরু করে পুলিশ। এর পরপরই সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশও রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মী, পুলিশ, সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শাওন প্রধান। সংঘর্ষের আগে তাঁকে বিএনপির মিছিলের সামনের সারিতে দেখা গেছে।
সংঘর্ষের বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিএনপি বিনা অনুমতিতে কর্মসূচি পালনের চেষ্টা করছিল। আমরা বাধা দিলে তারা আমাদের ওপর আক্রমণ করে। আমাদের ১৫ জন সদস্য আহত হয়েছে।’
যুবদল কর্মী নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমাদের জানা নেই।’
চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
৪ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
২৩ মিনিট আগেসাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে