পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১১: ২৭
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২: ০৩

গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকায় ছুটিসংক্রান্ত দাবি নিয়ে মতভিন্নতার কারণে পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আজ রোববার সকাল ৮টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে দেশীপাড়া-জয়দেবপুর ফিডার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ৯টার দিকে জয়দেবপুরে-শিববাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তাঁরা। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন দেশীপাড়া এলাকায় ইমন ফ্যাশন লিমিটেড কারখানায় ১ হাজার ৯৮৮ জন শ্রমিক কাজ করেন। তাঁরা বিভিন্ন ছুটি ও অর্জিত ছুটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কিছুদিন ধরে আলোচনা করছেন। কিন্তু মালিকপক্ষ কোনো সমঝোতায় আসেনি। আজ সকাল ৮টার দিকে অন্যান্য দিনের মতো কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। কিন্তু তাঁরা এসে দেখেন কারখানার প্রধান ফটকের সামনে শ্রম আইন, ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণাসংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ওই নোটিশ দেখে শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রথমে দেশীপাড়া-জয়দেবপুর ফিডার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ৯টার দিকে তাঁরা জয়দেবপুরে-শিববাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে জানতে কারখানার মালিক মো. ইকবাল খান জামালের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারখানায় কি হচ্ছে তা আমার জানা নেই। সেখানে সবকিছু ঠিকঠাক চলছে। আর আমি এখন একটি মিটিংয়ে আছি। পরে কথা বলব।’

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, আজ সকালে ইমন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজ করতে এসে বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ওসি আরও বলেন, ‘শ্রমিকদের অর্জিত ছুটিসহ বিভিন্ন ছুটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে মতবিরোধের কারণে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের বুঝিয়ে কারখানায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত