Ajker Patrika

মির্জাপুরে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে নারায়ণ সরকার (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থানা-পুলিশ গোড়াই নয়াপাড়া এলাকার ফসলি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

নারায়ণ সরকার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত চানমোহন সরকারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে নারায়ণ সরকার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় চা খেতে যান। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে গোড়াই নয়াপাড়া্র ফসলি জমি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। লাশের গায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।  টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। খুনের কারণ জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত