মাদারীপুর-৩: স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার ঘটনায় ৭৭ জনের বিরুদ্ধে মামলা 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ২১: ৪০

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের মিছিলে হামলার ঘটনায় ৭৭ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাজ্জেল হোসেন। 

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার মিছিল বের করেন তাঁর কর্মী–সমর্থকেরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন বাধা দেয়। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাজী মোফাজ্জেল হোসেন। মামলায় কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে। 

এ মামলায় পুলিশ কালকিনির লক্ষ্মীপুরের এবাদুল ইসলাম (২৬) ও একই এলাকার ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে। 

মামলার বাদী কাজী মোফাজ্জেল হোসেন বলেন, ‘আমাদের মিছিলে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারী ফজলুর হক বেপারীসহ ৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’ 

মামলার আসামি ফজলুর হক বেপারী বলেন, ‘ঈগলের লোকজন আমাদের লক্ষ্য করে বোমা মারেন। এতে আমাদের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরাও থানায় লিখিত অভিযোগ দেব। তাঁরা অপরাধ করে উল্টো আমাদের দিকে দোষ দিচ্ছেন।’ 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিলে হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত