সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্য, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২২, ০০: ০৬

সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আসাদুজ্জামানকে যোগদানের দুই দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল (বুধবার) ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আরিফ সিলেট রেঞ্জে বদলি হন। ওই দিনই এসএম আসাদুজ্জামান ভাঙ্গা হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন। পরদিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যের শেষ দুই লাইনে আসাদুজ্জামান বলেন, ‘হাইওয়ে পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করিলে এর দায়-দায়িত্ব ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ গ্রহণ করিবে না।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 

এরপর শুক্রবার (৮ এপ্রিল) ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানা মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপারের নিয়ন্ত্রণে। এ প্রসঙ্গে মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, ‘বিতর্কিত মন্তব্য করায় ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগ দেওয়া ওসি এএসএম আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানায় দ্বিতীয় কর্মকর্তা শাহ আলম ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করবেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত