Ajker Patrika

তাড়াইলে মানুষের কাটা পা উদ্ধার

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
তাড়াইলে মানুষের কাটা পা উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইলে সড়কের ঢাল থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বিকেল সাড়ে ৫টার দিকে তাড়াইল-করিমগঞ্জ সড়কের দিগদাইড় ইউনিয়নের করাতি মুচি বাড়ির মোড়ে সড়কের ঢালে মানুষের একটি কাটা পা দেখতে পায় স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায়। 

খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাটা পা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানুষের একটি কাটা পা (হাঁটু থেকে নিচ পর্যন্ত) উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। অনুমান করা যায়, এটি একজন পুরুষ মানুষের। বয়স আনুমানিক ৫০ / ৬০ হবে। কাটা পায়ে হাসপাতালের গজ ব্যান্ডেজ লাগানো আছে। প্রাথমিকভাবে ধারণা করছি, হাসপাতালে অপারেশনের মাধ্যমে পা কেটে বাদ দেওয়া হয়েছিল। আমরা উদ্ধারকৃত পা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাব। আমাদের ধারণা সঠিক হলে কাটা পা মাটিতে পুঁতে ফেলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত