কিশোরগঞ্জ প্রতিনিধি
কাজের সূত্রে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান কিশোরগঞ্জের নিকলী উপজেলার আদনান রকি জোবান (২৬)। সেখানেই টিকটকে পরিচয় হয় সে দেশের তরুণী লায়লা নূর আব্দুল্লাহর (২১) সঙ্গে। টিকটক থেকে আইডি সংগ্রহ করার পর তাঁরা ফেসবুক বন্ধু হন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সাত মাসের পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে জোবান ও লায়লা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে লায়লার ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে গিয়ে সে দেশের সংস্কৃতিতে বিয়ে করবেন জোবানকে। এই ইচ্ছা পূরণের জন্য গত ২৭ সেপ্টেম্বর রাতে জোবানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। দুজনের সঙ্গে আসেন লায়লার এক চাচাতো বোন। গত ৬ অক্টোবর (শুক্রবার) মহাধুমধামে দুজনের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের আব্দুল্লাহ ও নূর আশেকিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে লায়লা নূর আব্দুল্লাহ সবার বড়। লায়লা কেনাঙ্গা পয়েন্ট কন্ডামিনিমামের নিউ এরা কলেজ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব ল’ এনফোর্সমেন্টের (অনার্স) শিক্ষার্থী।
আজ রোববার নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে আদনান রকি জোবানের বাড়ি গিয়ে তাঁর থেকেই জানা গেল দুজনের গল্প।
স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আগের দিন ৫ অক্টোবর বিশাল আয়োজনে দুজনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। গায়েহলুদের অনুষ্ঠানে লায়লা এবং জোবান উভয়ে নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেন। এরপর ৬ অক্টোবর দুপুরে দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে দামপাড়া গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে ইসলামি বিধান অনুযায়ী তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিয়ে নিয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত। বউ দেখার জন্য আদনান রকি জোবানের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।
কাজের সূত্রে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান কিশোরগঞ্জের নিকলী উপজেলার আদনান রকি জোবান (২৬)। সেখানেই টিকটকে পরিচয় হয় সে দেশের তরুণী লায়লা নূর আব্দুল্লাহর (২১) সঙ্গে। টিকটক থেকে আইডি সংগ্রহ করার পর তাঁরা ফেসবুক বন্ধু হন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সাত মাসের পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে জোবান ও লায়লা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে লায়লার ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে গিয়ে সে দেশের সংস্কৃতিতে বিয়ে করবেন জোবানকে। এই ইচ্ছা পূরণের জন্য গত ২৭ সেপ্টেম্বর রাতে জোবানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। দুজনের সঙ্গে আসেন লায়লার এক চাচাতো বোন। গত ৬ অক্টোবর (শুক্রবার) মহাধুমধামে দুজনের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের আব্দুল্লাহ ও নূর আশেকিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে লায়লা নূর আব্দুল্লাহ সবার বড়। লায়লা কেনাঙ্গা পয়েন্ট কন্ডামিনিমামের নিউ এরা কলেজ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব ল’ এনফোর্সমেন্টের (অনার্স) শিক্ষার্থী।
আজ রোববার নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে আদনান রকি জোবানের বাড়ি গিয়ে তাঁর থেকেই জানা গেল দুজনের গল্প।
স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আগের দিন ৫ অক্টোবর বিশাল আয়োজনে দুজনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। গায়েহলুদের অনুষ্ঠানে লায়লা এবং জোবান উভয়ে নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেন। এরপর ৬ অক্টোবর দুপুরে দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে দামপাড়া গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে ইসলামি বিধান অনুযায়ী তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিয়ে নিয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত। বউ দেখার জন্য আদনান রকি জোবানের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
২ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে