কিশোরকে জ্যান্ত কবর দিয়ে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২১: ০৮
প্রতীকী ছবি

ফরিদপুরে কিশোর জিহাদ মাতুব্বরকে (১৩) নির্যাতন করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামি সিফাত মোল্যা (২৪) এবং তাঁর সহযোগী সজল শেখকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার সিফাত মোল্যা সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। সজল শেখ একই উপজেলার মৃগী গ্রামের মৃত আসাদ শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ৭ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এক ওয়াজ মাহফিল থেকে জিহাদকে অপহরণ করে একটি কিশোর গ্যাং। তাকে নির্যাতনের পর মাটি খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা চালায় তারা। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোস্তাক মাতুব্বর কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার তদন্ত শুরু করে র‍্যাব-১০। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর থেকে সিফাত ও সজলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁদের শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়িচাপায় বুয়েট ছাত্র নিহতের ঘটনায় ৩ আসামি কারাগারে

পুতিনের আর্কটিক ঘাঁটির কাছে রহস্যময় বিস্ফোরণ—আকাশে বিচ্ছুরণ, কেঁপেছে ঘরবাড়ি

কৃত্রিম দ্বীপে ‘সবচেয়ে বড় বিমানবন্দর’ নির্মাণ করছে চীন

মাহফুজ আলমের ‘ফেসবুক পোস্ট’ নিয়ে ভারতের প্রতিবাদ

হামাস—হিজবুল্লাহ নির্মূল, সিরিয়ার ভূখণ্ডে দখলদারিত্বের পর ইরানে দৃষ্টি দেবেন নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত