ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে কিশোর জিহাদ মাতুব্বরকে (১৩) নির্যাতন করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামি সিফাত মোল্যা (২৪) এবং তাঁর সহযোগী সজল শেখকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার সিফাত মোল্যা সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। সজল শেখ একই উপজেলার মৃগী গ্রামের মৃত আসাদ শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ৭ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এক ওয়াজ মাহফিল থেকে জিহাদকে অপহরণ করে একটি কিশোর গ্যাং। তাকে নির্যাতনের পর মাটি খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা চালায় তারা। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোস্তাক মাতুব্বর কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার তদন্ত শুরু করে র্যাব-১০। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর থেকে সিফাত ও সজলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁদের শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফরিদপুরে কিশোর জিহাদ মাতুব্বরকে (১৩) নির্যাতন করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামি সিফাত মোল্যা (২৪) এবং তাঁর সহযোগী সজল শেখকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার সিফাত মোল্যা সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। সজল শেখ একই উপজেলার মৃগী গ্রামের মৃত আসাদ শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ৭ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এক ওয়াজ মাহফিল থেকে জিহাদকে অপহরণ করে একটি কিশোর গ্যাং। তাকে নির্যাতনের পর মাটি খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা চালায় তারা। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোস্তাক মাতুব্বর কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার তদন্ত শুরু করে র্যাব-১০। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর থেকে সিফাত ও সজলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁদের শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সারা দেশে খুন, ধর্ষণ, মব সহিংসতা, হত্যাকাণ্ডের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক তৎপরতা বাধাপ্রাপ্ত হচ্ছে, নারীর চলাফেরা, খেলা ইত্যাদির ওপর আক্রমণ আসছে। এমনকি প্রকাশ্যে দেশের শীর্ষস্থানীয়...
১৫ মিনিট আগেথানচিতে কারবারি হেডম্যানের মাধ্যমে পাহাড়িদের বিয়ে নিবন্ধন চলতি মার্চ থেকে শুরু হবে। এ জন্য প্রতিটি কারবারি হেডম্যানের হাতে নিবন্ধন বই দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদের হলরুমে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের মিলন মেলা ও প্রথাগতবিষয়ক আলোচনা সভায় এসব কথা জানানো হয়।
৩৫ মিনিট আগেমাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দারা কীর্তিনাশা নদীতে এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ত
৪১ মিনিট আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেনের নামের থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে