Ajker Patrika

বালা-মসিবত থেকে যেন উদ্ধার পাই, ঈদ-পয়লা বৈশাখ উদ্‌যাপন করতে পারি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৭: ১৭
বালা-মসিবত থেকে যেন উদ্ধার পাই, ঈদ-পয়লা বৈশাখ উদ্‌যাপন করতে পারি: ড. ইউনূস

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সামনে ঈদ, খুশির দিন। আমরা যেন এই ঈদ উদ্‌যাপন করতে পারি। সামনে পয়লা বৈশাখ আরও খুশির দিন। সব খুশি একত্রে আসছে। এর মধ্যে বালা-মসিবত থেকে উদ্ধার পাব, সেটা যেন সবাই মিলে চিন্তা করি।’

আজ মঙ্গলবার গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে এ কথা বলেন তিনি।

ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেন এ অভিযোগ আমলে নিয়ে মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ পাঠিয়েছেন।

ড. ইউনূস আরও বলেন, ‘বালা-মসিবতে আমরা ক্ষতিগ্রস্ত, দেশের মধ্যে বালা-মসিবতের জন্য সমষ্টিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত। কাজেই এগুলো অতিক্রম করতে না পারলে, আমাদের কোনো মুক্তি নেই, রেহাই নেই।’

তিনি বলেন, ‘আমাদের ওপর অনেক বালা-মসিবত। ব্যক্তিগতভাবে আমার ওপর বালা-মসিবত, আমার সহকর্মীদের ওপর বালা-মসিবত এবং দেশের ওপর বালা-মসিবত। এই বালা-মসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যেন দোয়া করি।’

অভিযুক্ত ড. ইউনূস বলেন, ‘আমরা আমাদের নিজের মনে কাজ করে যাই। কতগুলো অভিজ্ঞতা নিয়ে কাজ করি, কতগুলো স্বপ্ন নিয়ে কাজ করি। মানুষের মঙ্গলের জন্য আমরা এই কাজ করি।’

তিনি বলেন, ‘সামাজিক ব্যবসা নিয়ে যেসব কাজ করে যাচ্ছি, দেশের মানুষ এটাতে এগিয়ে এসেছে। দেশ-বিদেশের মানুষ এটাতে বিশ্বাস করেছে। তারা উৎসাহিত হচ্ছে। এটা আমাদের মনে হয়েছে, মানুষের জন্য মঙ্গল হবে। মানুষের মঙ্গলের জন্য আমরা কাজ করে যেতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত