গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর পলিথিনে মোড়ানো ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মহানগরীর হরিণাচালা এলাকায় জনৈক মজিবর খানের বাড়ির সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম বাইজিদ হোসেন। সে কুষ্টিয়ার কুমারখালি থানার বানিয়াপাড়া গ্রামের খালেদ মাহমুদ রাসেলের ছেলে। তার বাবা গাজিপুরের কোনাবাড়ী একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশ জানায়, গত শনিবার বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় শিশু বাইজিদ। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তারা বাবা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ডায়েরির সূত্র ধরে শিশুর বাবাকে সঙ্গে নিয়ে পুলিশ কোনাবাড়ী ও কাশিমপুরে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান করতে পারেনি। আজ সোমবার ভোরে তাদের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার সিঁড়িতে শিশুটির মরদেহ পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে ওই বাড়ির বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ তাদের বাসার সিঁড়িতে ফেলে যায়।
এ ব্যাপারে জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর পলিথিনে মোড়ানো ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মহানগরীর হরিণাচালা এলাকায় জনৈক মজিবর খানের বাড়ির সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম বাইজিদ হোসেন। সে কুষ্টিয়ার কুমারখালি থানার বানিয়াপাড়া গ্রামের খালেদ মাহমুদ রাসেলের ছেলে। তার বাবা গাজিপুরের কোনাবাড়ী একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশ জানায়, গত শনিবার বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় শিশু বাইজিদ। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তারা বাবা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ডায়েরির সূত্র ধরে শিশুর বাবাকে সঙ্গে নিয়ে পুলিশ কোনাবাড়ী ও কাশিমপুরে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান করতে পারেনি। আজ সোমবার ভোরে তাদের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার সিঁড়িতে শিশুটির মরদেহ পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে ওই বাড়ির বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ তাদের বাসার সিঁড়িতে ফেলে যায়।
এ ব্যাপারে জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
১৪ মিনিট আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২৪ মিনিট আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৮ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৮ ঘণ্টা আগে