Ajker Patrika

সরকারি শিশু পরিবারের পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০০: ১২
সরকারি শিশু পরিবারের পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

শরীয়তপুর সরকারি শিশু পরিবারের দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ধানুকা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সোহেল বয়াতী (৯) ডামুড্যা উপজেলার চর গঙ্গেস কাঠি এলাকার মৃত আলী আহম্মদ বেপারীর ছেলে ও সাদিকুল ইসলাম (১২) গোসাইরহাট উপজেলার চর জালালপুর এলাকার মৃত মাহমুদুল হাসানের ছেলে। 
 
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

শরীয়তপুর সরকারি শিশু পরিবারের পুকুরপুলিশ জানায়, সোহেল ও সাদিকুল দুজনেই শহরের সরকারি শিশু পরিবারে থাকত। আজ দুপুরে অন্যান্য শিশুরা শ্রেণিকক্ষে চলে গেলে সোহেল ও সাদিকুল সবার অগোচরে সরকারি শিশু পরিবারের অস্থায়ী টিনশেড ভবনের পেছনের পুকুরে গোসলে নামে। এ সময় তারা সাঁতার না জানায় ডুবে যায়। 

পরে সেখানকার সহকারী তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান হাওলাদার শিশু দুটির খোঁজ না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর ঘাটে তাদের দুজনের জামাকাপড় দেখতে পান। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজির পর তাদের দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

সোহেল বয়াতীসাদিকুল ইসলামের মামা জাহাঙ্গীর আলম বলেন, ‘সাদিকুলের বাবা মারা যাওয়ার পর আমার ভাগনেকে গত মাসে শিশু পরিবারে ভর্তি করা হয়েছে। আজ দুপুরের দিকে সেখান থেকে মোবাইলে ফোন করে আমাকে হাসপাতালে আসতে বলে। আমি হাসপাতালে আসার পর জানতে পারি আমার ভাগনেসহ আরেক শিশু পানিতে ডুবে মারা গিয়েছে।’ 

সোহেল বয়াতীর ফুপাতো বোন মাকসুদা বলেন, ‘সোহেলের মা-বাবা কেউ বেঁচে নেই। কয়েক মাস আগে এক আত্মীয়ের মাধ্যমে ওকে সরকারি শিশু পরিবারে দেওয়া হয়েছে। আজ পুকুরে গোসলে নেমে আমার ভাই মারা গিয়েছে। আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি।’ 
 
সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, এক মাস আগে সাদিকুল ইসলামকে ও ছয় মাস আগে সোহেলকে শরীয়তপুর সরকারি শিশু পরিবারে ভর্তি করা হয়। 

সাদিকুল ইসলামশিশু পরিবারের ভেতরে পানির কল আছে, সব বাচ্চারা এখানেই গোসল করে। আজ অন্য শিশুরা সবাই ক্লাসে ছিল। তিনি তাদের বারান্দায় খেলতে দেখে কাজ করতে অফিসে যান। পরে এসে ওদের দেখতে না পেলে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর ঘাটে জামাকাপড় দেখে পুকুর থেকে ওদের উদ্ধার করা হয়। 

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মানসুরা ইসলাম বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। 

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত