Ajker Patrika

রেললাইনের সিগন্যাল পয়েন্টের মোটর চুরি, স্টেশনে ঝুলছে তালা 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৩: ০৭
রেললাইনের সিগন্যাল পয়েন্টের মোটর চুরি, স্টেশনে ঝুলছে তালা 

নরসিংদীর রায়পুরায় রেললাইনের সিগন্যাল পয়েন্টের মোটর চুরি ও জনবলসংকটে আমিরগন্জ রেলস্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলসহ যাত্রীসেবা। অন্যদিকে, মোটর চুরির ঘটনায় গত ৭ আগস্ট ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিল্পাঞ্চল হিসেবে খ্যাত আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন। উপজেলার পশ্চিম অঞ্চলের আটটি ইউনিয়নের ওই স্টেশন থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও মালামাল রেলপথে আনা-নেওয়া করা হয়। বিভাগীয় শহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে স্টেশনে যাত্রাবিরতি করে তিতাস কমিউটার, কর্ণফুলী এক্সপ্রেস, সিলেট মেইল ও নোয়াখালী এক্সপ্রেস ট্রেন। তা ছাড়া আন্তনগর বিভিন্ন ট্রেন ক্রসিংয়ের সময় এই স্টেশনে বিরতি দেওয়া হয়।

দেড় মাস আগে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ভৈরব ও আড়িখোলা স্টেশনসহ উপজেলার পাঁচটি স্টেশন পয়েন্টে মোটর চুরি হয়ে যায়। চুরির ঘটনায় গত ৭ আগস্ট ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর গত সপ্তাহে আমিরগন্জ স্টেশনটি কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে মাস্টারের দরজায় তালা ঝুলিয়ে ভেতরে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। নোটিশ অনুযায়ী, আমিরগঞ্জ রেলস্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় ট্রেন চলাচলে নানা ধরনের সমস্যাসহ দুর্ঘটনার আশঙ্কার কথা জানায় যাত্রীরা।

উপজেলায় অবস্থিত ছয়টি স্টেশনের মধ্যে হাঁটুভাঙা রেলওয়ে স্টেশনে কোনো মোটর পয়েন্ট নেই। তাই আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল করে। ভৈরব থেকে নরসিংদী পর্যন্ত ৩০-৩২ কিলোমিটার রেলসড়কের রায়পুরার ছয়টি স্টেশনে কোনো আন্তনগর ট্রেন ১ নম্বর লাইনে বিরতি দেওয়া সম্ভব হয় না। লোকাল যাত্রীবাহী ট্রেনগুলো ২ মিনিট যাত্রাবিরতি দিয়ে কোনো রকম ট্রেন চলাচল করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ও ১ আগস্ট রাত থেকে সকাল ৬টার মধ্যে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম ২৪ /এ ও ২৪ /বি এবং ২২ /এবি লুক লাইনের তিনটি সিগন্যাল পয়েন্টে মোটর চুরি হয়ে যায়। এর আগে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিমের তিনটি পয়েন্টের সংযোগ মোটরসহ ছয়টি পয়েন্টের মোটর চুরি যায়। ফলে স্টেশনটির প্রধান ১ নম্বর লাইনে ট্রেন প্রবেশ করতে পারে না। সিগন্যাল বাতি না জ্বলায় আন্তনগর ট্রেন থামিয়ে ওপিটি ২৭ বহিতে স্বাক্ষর করে আউটার সিগন্যাল থেকে ট্রেন চলাচলের ক্লিয়ারেন্স দেওয়া হতো। গত ১৮ আগস্ট স্টেশনের পূর্ব পয়েন্টের চারটি মোটর খুলে নিজ জিম্মায় রেখে দেয় কর্তৃপক্ষ।

রেলস্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় ট্রেন চলাচল নিয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে স্থানীয় শরিফ নামে এক ব্যক্তি বলেন, ‘শিল্পকারখানাসমৃদ্ধ হাসনাবাদ বাজারের ব্যবসায়ীরা ট্রেনের মালবাহী বগি ব্যবহার করে মালামাল ও কৃষিপণ্য ট্রান্সপোর্ট করে থাকেন। কিন্তু রেলস্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।’

যাত্রী আহমেদুল কবির এরশাদ বলেন, ‘ট্রেনে চলাচলকারী যাত্রীরা জানতে পারেন না যে ট্রেন কোথায় আছে? একটি জনগুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে জনবলের সংকট ও নিরাপত্তার অভাবে চুরির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই দ্রুত স্টেশনটি চালু করার অনুরোধ করছি।’

ব্যবসায়ী কালাম মিয়া বলেন, এখান থেকে বিভিন্ন মালামাল কম খরচে অন্যত্র পাঠানো হতো। স্টেশন বন্ধ থাকায় বুকিং দিতে পারছি না। কয়েক দিন যাবৎ খুব দুর্ভোগে আছি। 

মামলার বাদী আমিরগন্জ স্টেশন মেইনটেইনার সহকারী খায়রুল ইসলাম জানান, চাকরি জীবনের ৩৮ বছরে এমন ঘটনা ঘটতে দেখিনি এবং শুনিও নাই। পয়েন্ট মোটর চুরির ঘটনায় মামলা করা হয়েছে। জনবলের সংকট ও পয়েন্টে মোটর চুরির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্টেশনটি বন্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। বর্তমানে আমি একাই কর্মরত। স্টেশন বন্ধ থাকায় ট্রেন চলাচল নিয়ে নানা ধরনের সমস্যায় ভুগছেন যাত্রীরা। মোটর চুরি হওয়ায় উদ্বিগ্ন রেলওয়ে কর্তৃপক্ষ।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত