মেঘনায় নৌকাডুবি: ভেসে উঠল ভাইয়ের মরদেহ, বোন নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৫: ২২
Thumbnail image

নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় ১২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এখনো নিখোঁজ রয়েছে তারই ১৪ বছর বয়সী বোন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের মেঘনা বাজার খেয়াঘাটসংলগ্ন নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস (১৪) ও মো. আব্দুল্লাহ (১২) নামে দুই ভাই-বোন নিখোঁজ হয়। তাদের বাড়ি নওগাঁ জেলায়। তারা মাধবদী পৌর এলাকার টাঁটাপাড়া এলাকার ভাড়াটিয়া এমতাজ উদ্দিনের সন্তান।

এ বিষয়ে ভঙ্গারচর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চরদীঘলদী ইউনিয়নের টিটিরচর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মেঘনা বাজার খেয়াঘাট থেকে বাবা-মা ও ভাই-বোনসহ ছয়জন একটি ছোট নৌকায় ওঠেন। ঘাট থেকে কিছু দূর যেতেই বাতাস ও পানির ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। 

তিনি আরও বলেন, এ সময় নৌপুলিশ ও ঘাটে থাকা লোকজন মা-বাবাসহ চারজনকে উদ্ধার করলেও নিখোঁজ হয় জান্নাতুল ফেরদৌস ও তার ছোট ভাই আব্দুল্লাহ। নিখোঁজের ১৪ ঘণ্টা পর আব্দুল্লাহর মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ রয়েছে তার বড় বোন। 

এলাকাবাসী ও স্বজনেরা তাকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি করছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত