Ajker Patrika

শ্রীপুরে বিজিবি সদস্যকে বিএসএফ বলে পিটিয়ে হত্যা, হাজারো ব্যক্তির বিরুদ্ধে মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২০: ০১
শ্রীপুরে বিজিবি সদস্যকে বিএসএফ বলে পিটিয়ে হত্যা, হাজারো ব্যক্তির বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজিবি সদস্যদের বিএসএফ বলে গুজব ছড়িয়ে এক বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা হাজারো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বাদী বিজিবির ময়মনসিংহ সদর দপ্তরের নায়েব সুবেদার সোহেল রানা। 

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। 

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে বর্ডার গার্ড বিজিবির ময়মনসিংহ সদর দপ্তর থেকে বিজিবি সদস্যরা দুটি পিকআপ ও দুটি বেসামরিক বাসে গাজীপুরে মোতায়েনের জন্য রওনা হন। তবে পথিমধ্যে ময়মনসিংহের ভালুকায় বিজিবি গাড়ি বাধার মুখে পড়ে। দুটি স্থানে স্থানীয় জনতাদের বুঝিয়ে গন্তব্যে রওনা হন। এরপর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর কাছাকাছি পৌঁছালে বড় বাধার মুখে পড়েন। এ সময় হাজারো জনতা বিজিবি বহনকারী বাস দুটি আটক করে স্থানীয় একটি পেট্রলপাম্পে নিয়ে যায়। এরপর জনতা বাসের হাওয়া ছেড়ে দেয়।

পরবর্তীকালে তাঁদের ভারতের বিএসএফ সদস্য বলে গুজব ছড়িয়ে এলোপাতাড়ি হামলা, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে বেলা ৩টার দিকে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার বিজিবির সদস্যদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা হেলিকপ্টার লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকে। সেনাবাহিনীর দুজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এলে তাঁদের ওপরও হামলা করে। সেনাবাহিনী ও বিজিবির উদ্ধারকারী দল ঘটনাস্থলে থেকে বিজিবি সদস্যদের কৌশলে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় মাওনা চৌরাস্তা এলাকা থেকে গড়গড়িয়া মাস্টার বাড়ি পর্যন্ত হামলা ও ইটপাটকেল চুড়তে থাকে বিক্ষুব্ধ জনতা।

এ সময় কয়েকজন বিজিবি সদস্য স্থানীয় একটি মসজিদে গিয়ে আশ্রয় নিলে সেখানেও তাঁদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। অনেকেই মসজিদের জানালার গ্লাস ভেঙে খালি গায়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এ সময় নায়ক আব্দুল আলিম শেখ নামে এক বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা বিজিবির একটি জিপ, ছয়টি পিকআপ, তিনটি ট্রাক, একটি ম্যাজিস্ট্রেট বহনকারী পিকআপ ও দুটি বাস ভাঙচুর করে জ্বালিয়ে দেয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘বিজিবির একজন সদস্য বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত