গোপালগঞ্জে ছাত্রলীগ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৫: ১৯
গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

গত ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানোয় ছাত্রলীগ এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গোপালগঞ্জ জেলা ছাত্রদল এই বিক্ষোভ করে।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুরে শহরের ডিসি রোড থেকে এ বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

আদালত চত্বরে প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইমরুল কায়েস, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজবির হাসান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান ইভান আলী প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত