গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বিথি আক্তার (৬) নামে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। । গোসাইরহাট ও বরিশালের ফায়ার সার্ভিসের দুটি দল দুদিন ধরে অভিযান চালালেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশুটি। গত রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের পদ্মার শাখা নদীতে।
বিথি আক্তার গোসাইরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল জমাদ্দারের মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, বিথি আক্তার তার দাদি মজিতুন্নেসার (৫৫) সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। শিশুটিকে গোসল করিয়ে নদীর পাড়ে রেখে তার দাদি গোসল শেষে কাপড় পাল্টাতে একটু ওপরে যায়। সেই মুহূর্তে পানির ঢেউয়ে মেয়েটি ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে তার দাদি চিৎকার করে তাকে ডাকতে থাকে এবং স্থানীয়রা চেঁচামেচি শুনতে পেয়ে এসে খোঁজাখুঁজি করেও তাকে আর পায়নি। গোসাইরহাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করে। বরিশাল ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ১৬ ঘণ্টা যাবৎ উদ্ধার অভিযান চালায়। এতেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম খান বলেন, গোসাইরহাট ও বরিশালের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা শোনার পরেই এসে নদীতে নেমে কয়েক দফা খোঁজাখুঁজি করেছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিখোঁজ শিশুটিকে এখনো পাওয়া সম্ভব হয়নি। দুই দিন যাবৎ উদ্ধার অভিযান চালিয়েও খোঁজ না পাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বিথি আক্তার (৬) নামে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। । গোসাইরহাট ও বরিশালের ফায়ার সার্ভিসের দুটি দল দুদিন ধরে অভিযান চালালেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশুটি। গত রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের পদ্মার শাখা নদীতে।
বিথি আক্তার গোসাইরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল জমাদ্দারের মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, বিথি আক্তার তার দাদি মজিতুন্নেসার (৫৫) সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। শিশুটিকে গোসল করিয়ে নদীর পাড়ে রেখে তার দাদি গোসল শেষে কাপড় পাল্টাতে একটু ওপরে যায়। সেই মুহূর্তে পানির ঢেউয়ে মেয়েটি ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে তার দাদি চিৎকার করে তাকে ডাকতে থাকে এবং স্থানীয়রা চেঁচামেচি শুনতে পেয়ে এসে খোঁজাখুঁজি করেও তাকে আর পায়নি। গোসাইরহাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করে। বরিশাল ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ১৬ ঘণ্টা যাবৎ উদ্ধার অভিযান চালায়। এতেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম খান বলেন, গোসাইরহাট ও বরিশালের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা শোনার পরেই এসে নদীতে নেমে কয়েক দফা খোঁজাখুঁজি করেছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিখোঁজ শিশুটিকে এখনো পাওয়া সম্ভব হয়নি। দুই দিন যাবৎ উদ্ধার অভিযান চালিয়েও খোঁজ না পাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে