Ajker Patrika

মানবাধিকার কমিশনে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবাধিকার কমিশনে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস্ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে কমিশনের কার্যালয়ে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন বলে এক বিবৃতি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ।

সাক্ষাতে নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান পিটার ডি হাস্। এ সময় ড. কামাল উদ্দিন আহমেদ কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ ছাড়াও বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের মার্কিন দূতাবাস ও জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কীভাবে সহযোগিতা বাড়ানো যায় সে লক্ষ্যে আলোচনা হয়। 

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ জানান, নবগঠিত কমিশন মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকরভাবে কাজ করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত কমিশনের ভাবনা জানতে চাইলে চেয়ারম্যান বলেছেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ আয়োজনের মাধ্যমে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন কমিশন এ প্রত্যাশা করে।’ 

মার্কিন রাষ্ট্রদূত মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের পরিপ্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সন্তুষ্টি ব্যক্ত করেছেন। এ ছাড়াও মানবাধিকার সুরক্ষায় কমিশন, মার্কিন দূতাবাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য জনাব মো. সেলিম রেজা, সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত