নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস্ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে কমিশনের কার্যালয়ে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন বলে এক বিবৃতি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ।
সাক্ষাতে নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান পিটার ডি হাস্। এ সময় ড. কামাল উদ্দিন আহমেদ কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ ছাড়াও বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের মার্কিন দূতাবাস ও জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কীভাবে সহযোগিতা বাড়ানো যায় সে লক্ষ্যে আলোচনা হয়।
কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ জানান, নবগঠিত কমিশন মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকরভাবে কাজ করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত কমিশনের ভাবনা জানতে চাইলে চেয়ারম্যান বলেছেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ আয়োজনের মাধ্যমে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন কমিশন এ প্রত্যাশা করে।’
মার্কিন রাষ্ট্রদূত মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের পরিপ্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সন্তুষ্টি ব্যক্ত করেছেন। এ ছাড়াও মানবাধিকার সুরক্ষায় কমিশন, মার্কিন দূতাবাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য জনাব মো. সেলিম রেজা, সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ প্রমুখ।
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস্ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে কমিশনের কার্যালয়ে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন বলে এক বিবৃতি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ।
সাক্ষাতে নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান পিটার ডি হাস্। এ সময় ড. কামাল উদ্দিন আহমেদ কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ ছাড়াও বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের মার্কিন দূতাবাস ও জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কীভাবে সহযোগিতা বাড়ানো যায় সে লক্ষ্যে আলোচনা হয়।
কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ জানান, নবগঠিত কমিশন মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকরভাবে কাজ করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত কমিশনের ভাবনা জানতে চাইলে চেয়ারম্যান বলেছেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ আয়োজনের মাধ্যমে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন কমিশন এ প্রত্যাশা করে।’
মার্কিন রাষ্ট্রদূত মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের পরিপ্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সন্তুষ্টি ব্যক্ত করেছেন। এ ছাড়াও মানবাধিকার সুরক্ষায় কমিশন, মার্কিন দূতাবাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য জনাব মো. সেলিম রেজা, সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ প্রমুখ।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৫ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে