রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০: ৩১
Thumbnail image
ফাইল ছবি

রাজধানীর বিজয় সরণি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এমদাদুল হক কাজল (৩১) নামের আরেক মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন।

আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে দুর্ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নিলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

কাজলের ছোট ভাই মো. জয় জানান, তাঁদের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে। বাবার নাম মো. সৈয়দ। বর্তমানে মিরপুর ৬ নম্বর সেকশনের রোড সি ব্লকের ১ নম্বর রোডে থাকেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

জয় আরও জানান, সন্ধ্যার দিকে জানতে পারি, মিরপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন। বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় কাজল আহত হন। পরে সেখান থেকে আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখান থেকে বক্ষব্যাধি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিলে তিনি মারা যান। মোটরসাইকেলচালকও আহত হন। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত