গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় বুধবার দিবাগত রাতে তিনটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে তিনটি কলোনির শতাধিক বসতঘর, দোকান ও মালামাল পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, মোহর আলীর ভাড়া দেওয়া হোটেল ও চায়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরে তা দ্রুত আশপাশের কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ৯৯৯ নম্বরে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়।
কলোনির মালিক মোহর আলী বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকানসহ তার ৩১টি বসতঘর ও টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
অপর কলোনির মালিক আব্দুর রহমান জানান, তার ৭০টির মতো বসতঘর ও টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯ থেকে ওই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় বুধবার দিবাগত রাতে তিনটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে তিনটি কলোনির শতাধিক বসতঘর, দোকান ও মালামাল পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, মোহর আলীর ভাড়া দেওয়া হোটেল ও চায়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরে তা দ্রুত আশপাশের কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ৯৯৯ নম্বরে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়।
কলোনির মালিক মোহর আলী বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকানসহ তার ৩১টি বসতঘর ও টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
অপর কলোনির মালিক আব্দুর রহমান জানান, তার ৭০টির মতো বসতঘর ও টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯ থেকে ওই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেটের শাহপরানের পিরেরচক এলাকার মনোয়ার জাহান চৌধুরী তিন বছর ধরে যুক্তরাজ্যের বার্মিংহামে সপরিবারে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশরীরে হামলার অভিযোগ এনে সম্প্রতি সিলেটের আদালতে মামলার আবেদন করেছেন শেখ শফিউর রহমান কায়েছ নামের একজন।
১৮ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচি টিআর-কাবিখা-কাবিটার কাজ শুরু করার আগেই প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে। ১৫ মার্চ প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়।
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কয়েক বিঘা জমি বেদখল হয়ে যাচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া সেতু এলাকার ওই জমিতে সাইনবোর্ড ঝোলানোর পাশাপাশি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাজারদর অনুযায়ী জমিগুলোর দাম প্রায় ৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১ ঘণ্টা আগে