Ajker Patrika

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামে মসজিদে গিয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে স্থানীয় ২০ শিশু। এই কাজের পুরস্কার হিসেবে তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার অংশগ্রহণ করে গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ২৯ জন শিক্ষার্থী। কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মাওলানা মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মামুরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কতিপয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে মামরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ২০ ছাত্রর হাতে পুরস্কার বাইসাইকেল ও হাত ঘড়ি তুলে দেওয়া  হয়েছে। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা মাওলানা তোফাজ্জল হোসেন, সৌদি আরবের জেদ্দা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন। 

এ ব্যাপারে তোফাজ্জল হোসেন জানান, গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রদের মসজিদে এসে জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে। প্রতিযোগিতায় শুরুতে ২৯ জন অংশ গ্রহণ করে, শেষ পর্যন্ত ২০ জন ছাত্র সফল হয়েছে। 

তিনি আরও জানান, সবাইকে ৬ হাজার ২০০ টাকা মূল্যের প্রিন্স সাইকেল উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকা। এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছেন এলাকার ব্যক্তি ও কয়েকজন প্রবাসী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত