প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামে মসজিদে গিয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে স্থানীয় ২০ শিশু। এই কাজের পুরস্কার হিসেবে তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার অংশগ্রহণ করে গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ২৯ জন শিক্ষার্থী। কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মাওলানা মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মামুরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কতিপয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে মামরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ২০ ছাত্রর হাতে পুরস্কার বাইসাইকেল ও হাত ঘড়ি তুলে দেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা মাওলানা তোফাজ্জল হোসেন, সৌদি আরবের জেদ্দা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন।
এ ব্যাপারে তোফাজ্জল হোসেন জানান, গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রদের মসজিদে এসে জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে। প্রতিযোগিতায় শুরুতে ২৯ জন অংশ গ্রহণ করে, শেষ পর্যন্ত ২০ জন ছাত্র সফল হয়েছে।
তিনি আরও জানান, সবাইকে ৬ হাজার ২০০ টাকা মূল্যের প্রিন্স সাইকেল উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকা। এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছেন এলাকার ব্যক্তি ও কয়েকজন প্রবাসী।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামে মসজিদে গিয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে স্থানীয় ২০ শিশু। এই কাজের পুরস্কার হিসেবে তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার অংশগ্রহণ করে গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ২৯ জন শিক্ষার্থী। কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মাওলানা মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মামুরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কতিপয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে মামরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ২০ ছাত্রর হাতে পুরস্কার বাইসাইকেল ও হাত ঘড়ি তুলে দেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা মাওলানা তোফাজ্জল হোসেন, সৌদি আরবের জেদ্দা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন।
এ ব্যাপারে তোফাজ্জল হোসেন জানান, গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রদের মসজিদে এসে জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে। প্রতিযোগিতায় শুরুতে ২৯ জন অংশ গ্রহণ করে, শেষ পর্যন্ত ২০ জন ছাত্র সফল হয়েছে।
তিনি আরও জানান, সবাইকে ৬ হাজার ২০০ টাকা মূল্যের প্রিন্স সাইকেল উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকা। এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছেন এলাকার ব্যক্তি ও কয়েকজন প্রবাসী।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৪ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৪ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
৪ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
৪ ঘণ্টা আগে