Ajker Patrika

জাহাঙ্গীরনগরে বিনামূল্যে সনদপত্রের দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরে বিনামূল্যে সনদপত্রের দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে সনদপত্রের জন্য মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে গ্র্যাজুয়েটরা সমাবর্তনের নিবন্ধন ফি ১০০০ টাকা ও সময়সীমা বৃদ্ধির আবেদন করেছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন সম্পন্ন হয়। আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এ সময় ছাত্ররা আরও দাবি জানান, উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে সমাবর্তনে অংশ নিতে পারবে না। সবাইকে কালো গাউন প্রদান করতে হবে এবং দাবিসমূহ মেনে ২ কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে।

আইন ও বিচার বিভাগের গ্র্যাজুয়েট আতিকা বলেন, ‘ষষ্ঠ সমাবর্তনে ২০ হাজার শিক্ষার্থীর অংশ নেওয়া কথা। রেজিস্ট্রেশনের আর চার দিন বাকি অথচ এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৮০০ জন রেজিস্ট্রেশন করেছে। অনেকের কাছে এই রেজিস্ট্রেশন ফি অনেক বেশি মনে নাও হতে পারে। কিন্তু সদ্য যারা গ্র্যাজুয়েশন শেষ করলে তাদের জন্য এই ফি অনেক বেশি। তাই ফি কমাতে হবে। রেজিস্ট্রেশনের সময় আরও পাঁচ দিন বাড়াতে হবে যাতে সবাই সমাবর্তনে অংশ নিতে পারে।’

মানববন্ধনে বাংলা বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র জহির ফয়সাল বলেন, ‘আমাদের এসব দাবি মেনে আগামী ২ কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় যে কোনো গড়িমসির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।’

গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটে সমাবর্তনের ফি নির্ধারণ করা হয়। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর আলাদাভাবে ২ হাজার ৫০০ টাকা ও এক সঙ্গে ৪ হাজার টাকা, এমফিল ডিগ্রির জন্য ৫ হাজার টাকা, পিএইচডি ডিগ্রির জন্য ৭ হাজার টাকা এবং উইকেন্ড/ইভিনিং প্রোগ্রামের জন্য ৮ হাজার টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় ফেব্রুয়ারিতে ষষ্ঠ সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ ২০১৫ সালে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত