জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় নারী নির্যাতন মামলার আসামিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে গিয়ে মারধরের স্বীকার হয়েছেন বাদীপক্ষের লোকজন। আজ বুধবার সকাল ১১টায় জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
জানা যায়, জাজিরার বোয়ালিয়া গ্রামের মো. জুলহাস খান (৫৫) এর মেয়ে সাবিনা আক্তারের (২৭) সঙ্গে একই গ্রামের ইউনুছ মুনশির ছেলে ফারুক মুনশির (৪০) বিয়ে হয়। তাদের সংসারে দুইটি ছেলে-মেয়েও রয়েছে। এমতাবস্থায় স্বামী ফারুক মুনশি যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা আক্তারকে মারধর করে। এতে সাবিনা আক্তারের বাবা মো. জুলহাস খান বাদী হয়ে গত ১৩ / ০২ / ২০২২ তারিখে জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফারুক মুনশিসহ মোট চারজনকে বাদী করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জাজিরা থানার পুলিশ উপপরিদর্শক হান্নান জানান, আমরা মামলার বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। পূর্বের ঘটনায় মারধরের স্বীকার সাবিনা আক্তার ও তার ভাই রাজ্জাক খান জাজিরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। আজ বুধবার জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসামিরা কিছু লোকজন নিয়ে এসে সাবিনা আক্তারের ছেলে-মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মামলার বাদী মো. জুলহাস খান বিষয়টি জাজিরা থানকে অবহিত করলে মামলার তদন্তকারী কর্মকর্তা হান্নান হাসপাতালে যান। এরই মধ্যে আসামিরা বাদী মো. জুলহাস খান ও তার ছেলেসহ বেশ কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যান। পুলিশ তাদের পিছু ধাওয়া করলেও আটক করতে পারেনি।
বাদী মো. জুলহাস খান জানান, আসামিদের আমরা আটকানোর চেষ্টা করলে তারা আমাদের চোর সম্বোধন করে এলোপাতাড়িভাবে মারধর করে পালিয়ে যান।
এ বিষয়ে মামলার প্রধান আসামি ফারুক মুনশির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে আগের ঘটনায় তাকেও মারধর করার কথা জানান।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, আমরা পূর্বের ঘটনার মামলা রেকর্ড করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এরই মধ্যে আজকের ঘটনাটি ঘটেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরীয়তপুরের জাজিরায় নারী নির্যাতন মামলার আসামিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে গিয়ে মারধরের স্বীকার হয়েছেন বাদীপক্ষের লোকজন। আজ বুধবার সকাল ১১টায় জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
জানা যায়, জাজিরার বোয়ালিয়া গ্রামের মো. জুলহাস খান (৫৫) এর মেয়ে সাবিনা আক্তারের (২৭) সঙ্গে একই গ্রামের ইউনুছ মুনশির ছেলে ফারুক মুনশির (৪০) বিয়ে হয়। তাদের সংসারে দুইটি ছেলে-মেয়েও রয়েছে। এমতাবস্থায় স্বামী ফারুক মুনশি যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা আক্তারকে মারধর করে। এতে সাবিনা আক্তারের বাবা মো. জুলহাস খান বাদী হয়ে গত ১৩ / ০২ / ২০২২ তারিখে জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফারুক মুনশিসহ মোট চারজনকে বাদী করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জাজিরা থানার পুলিশ উপপরিদর্শক হান্নান জানান, আমরা মামলার বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। পূর্বের ঘটনায় মারধরের স্বীকার সাবিনা আক্তার ও তার ভাই রাজ্জাক খান জাজিরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। আজ বুধবার জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসামিরা কিছু লোকজন নিয়ে এসে সাবিনা আক্তারের ছেলে-মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মামলার বাদী মো. জুলহাস খান বিষয়টি জাজিরা থানকে অবহিত করলে মামলার তদন্তকারী কর্মকর্তা হান্নান হাসপাতালে যান। এরই মধ্যে আসামিরা বাদী মো. জুলহাস খান ও তার ছেলেসহ বেশ কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যান। পুলিশ তাদের পিছু ধাওয়া করলেও আটক করতে পারেনি।
বাদী মো. জুলহাস খান জানান, আসামিদের আমরা আটকানোর চেষ্টা করলে তারা আমাদের চোর সম্বোধন করে এলোপাতাড়িভাবে মারধর করে পালিয়ে যান।
এ বিষয়ে মামলার প্রধান আসামি ফারুক মুনশির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে আগের ঘটনায় তাকেও মারধর করার কথা জানান।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, আমরা পূর্বের ঘটনার মামলা রেকর্ড করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এরই মধ্যে আজকের ঘটনাটি ঘটেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১২ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১৭ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
২০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগে