গাজীপুর প্রতিনিধি
যুবলীগ নেতার মায়ের দায়ের করা মামলায় গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা প্রশিকার মোড় এলাকা থেকে ডিবি পুলিশ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড বেগুনবাড়ী গ্রামের হৃদয় শেখ (২৪), ছাত্রলীগের কর্মী আনোয়ার হোসেন (২৯) ও মেহেদী হাসান শিহাব (২৪)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সিহাব হোসেন, হৃদয় শেখ ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি
পিস্তল, সাতটি তাজা বুলেট ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, আজ গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরাও নজরদারিতে রয়েছেন। গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে। বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, গত ৩০ আগস্ট গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় গ্রেপ্তার আসামি ও তাঁদের সহযোগিরা মোটরসাইকেলের বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি করে এক যুবলীগ নেতার তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় যুবলীগ নেতার মা রেখা রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
যুবলীগ নেতার মায়ের দায়ের করা মামলায় গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা প্রশিকার মোড় এলাকা থেকে ডিবি পুলিশ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড বেগুনবাড়ী গ্রামের হৃদয় শেখ (২৪), ছাত্রলীগের কর্মী আনোয়ার হোসেন (২৯) ও মেহেদী হাসান শিহাব (২৪)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সিহাব হোসেন, হৃদয় শেখ ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি
পিস্তল, সাতটি তাজা বুলেট ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, আজ গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরাও নজরদারিতে রয়েছেন। গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে। বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, গত ৩০ আগস্ট গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় গ্রেপ্তার আসামি ও তাঁদের সহযোগিরা মোটরসাইকেলের বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি করে এক যুবলীগ নেতার তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় যুবলীগ নেতার মা রেখা রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর তানোর ও বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বিএনপির কর্মী, অন্যজন দলের অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের উপজেলা সভাপতি।
৬ মিনিট আগেনিখুঁত মাপের আরামদায়ক পোশাক তৈরির জন্য সারা বছরই দরজিপাড়ায় কম-বেশি ব্যস্ততা দেখা যায়। তবে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সবচেয়ে ব্যস্ত সময় কাটে দুই ঈদে। এবার ঈদুল ফিতর সামনে রেখে এরই মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে চট্টগ্রাম নগরীর দরজিপাড়াগুলোতে। নগরীর খলিফাপট্টিতে দরজিশ্রমিকেরা এখন মহাব্যস্ত। যেন দম ফে
৯ মিনিট আগেঈশ্বরগঞ্জে হত্যা মামলার সন্দেহভাজন চার আসামির কাছ থেকে নেওয়া ঘুষের ৬০ হাজার টাকার মধ্যে ৫৯ হাজার টাকা ফেরত দিয়েছেন এক পুলিশ সদস্য। আজ বুধবার এক ভুক্তভোগীর বাবা মোনায়েম হোসেনকে ডেকে ঘুষের ওই টাকা ফেরত দেন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে বাধা দিয়ে আটক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। পরে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে পাগলার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছাত্রনেতার নাম তরিকুল ইসলাম পিয়াস। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার
২৬ মিনিট আগে