নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের হামলায় পাভেল মিয়া (৩০) নামে ছাত্রদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিএনপির এক নেতা ও তাঁর অনুসারীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পাভেল কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, কথা-কাটাকাটির জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিনুলের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের উত্তেজনা চলছিল। দুই পক্ষই উত্তেজিত হয়ে উভয়কে চ্যালেঞ্জ করে কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে আসতে বলে।
এ সময় বায়েজিদ ও তাঁর লোকজন পৌরসভার সামনে গিয়ে আমিনুল ও তাঁর অনুসারীদের খুঁজতে শুরু করেন। সেখানে একটি মন্দিরের অনুষ্ঠানে এসেছিলেন পাভেল। তাঁকে আমিনুলের অনুসারী মনে করে মারধর করেন বায়েজিদের অনুসারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১২টার দিকে পাভেল মারা যান।
এদিকে রাতে পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও অনুসারীরা বিএনপি নেতা বায়েজিদ ও তাঁর অনুসারীদের তিনটি ঘরে আগুন দেন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহতের বড় ভাই শাহিন বলেন, ‘গতকাল রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা তাদের শান্ত থাকতে বলেছিলাম। বুধবার সকালে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু বায়েজিদ কারও কথা না শুনে পৌরসভার সামনে আমিনুলকে খুঁজতে আসে। তাকে না পেয়ে পাভেলকে হত্যা করে।’
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে ছাত্রদল নেতা পাভেল নিহত হয়েছেন। ঘটনার পর তিনটি ঘরে আগুন দেওয়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের হামলায় পাভেল মিয়া (৩০) নামে ছাত্রদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিএনপির এক নেতা ও তাঁর অনুসারীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পাভেল কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, কথা-কাটাকাটির জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিনুলের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের উত্তেজনা চলছিল। দুই পক্ষই উত্তেজিত হয়ে উভয়কে চ্যালেঞ্জ করে কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে আসতে বলে।
এ সময় বায়েজিদ ও তাঁর লোকজন পৌরসভার সামনে গিয়ে আমিনুল ও তাঁর অনুসারীদের খুঁজতে শুরু করেন। সেখানে একটি মন্দিরের অনুষ্ঠানে এসেছিলেন পাভেল। তাঁকে আমিনুলের অনুসারী মনে করে মারধর করেন বায়েজিদের অনুসারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১২টার দিকে পাভেল মারা যান।
এদিকে রাতে পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও অনুসারীরা বিএনপি নেতা বায়েজিদ ও তাঁর অনুসারীদের তিনটি ঘরে আগুন দেন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহতের বড় ভাই শাহিন বলেন, ‘গতকাল রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা তাদের শান্ত থাকতে বলেছিলাম। বুধবার সকালে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু বায়েজিদ কারও কথা না শুনে পৌরসভার সামনে আমিনুলকে খুঁজতে আসে। তাকে না পেয়ে পাভেলকে হত্যা করে।’
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে ছাত্রদল নেতা পাভেল নিহত হয়েছেন। ঘটনার পর তিনটি ঘরে আগুন দেওয়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’
সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশাসনের প্রাণকেন্দ্রটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবলায়ে আগুনের খবরে সেখানে ভিড় করেছেন উৎসুক জনতা। ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান, প্রায় ৬ ঘন্টা আগুনে কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
১ ঘণ্টা আগেরাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন পাঁচ ঘণ্টায় পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ভবনটির ছয়, সাত, আট, নয় তলা আগুনে পুড়ে গেছে। কিন্ত নিভে যেতে আরও সময় লাগবে।
১ ঘণ্টা আগেসচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম- সোহানুর রহমান নয়ন। ফায়ার সার্ভিসের পদস্থ কর্মকর্তা ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেরাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন পাঁচ ঘণ্টায় পর নিয়ন্ত্রণে আসলে ভবনের আট নয় তলা গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল
২ ঘণ্টা আগে