নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢুকতে চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটে বাস চলাচল বন্ধ রেখেছে টাঙ্গাইল বাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
টাঙ্গাইল বাস মালিক সমিতির অভিযোগ, ওই রুটে চলাচলকারী অর্ধশত বাসের প্রতিটি থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতি।
টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের “দ্রুতযান” নামে বাস আছে ১৪০টি। প্রতিদিন ঢাকা-গোপালপুর রুটে চলাচল করে ৫২টি বাস। কিন্তু সব বাস থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনালের লোকজন। আমরা বলেছি, কোনো চাঁদা দেব না। প্রয়োজনে গাড়ি চালাব না। এ কারণে এখন এই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।’
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-গোপালপুর রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকেই বাস না পেয়ে ভিন্ন উপায়ে গন্তব্যে ফিরছেন। তাতে তাঁদের অনেক টাকা খরচ করতে হচ্ছে।
তবে জানতে চাইলে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজকের পত্রিকার কাছে অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢুকতে চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটে বাস চলাচল বন্ধ রেখেছে টাঙ্গাইল বাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
টাঙ্গাইল বাস মালিক সমিতির অভিযোগ, ওই রুটে চলাচলকারী অর্ধশত বাসের প্রতিটি থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতি।
টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের “দ্রুতযান” নামে বাস আছে ১৪০টি। প্রতিদিন ঢাকা-গোপালপুর রুটে চলাচল করে ৫২টি বাস। কিন্তু সব বাস থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনালের লোকজন। আমরা বলেছি, কোনো চাঁদা দেব না। প্রয়োজনে গাড়ি চালাব না। এ কারণে এখন এই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।’
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-গোপালপুর রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকেই বাস না পেয়ে ভিন্ন উপায়ে গন্তব্যে ফিরছেন। তাতে তাঁদের অনেক টাকা খরচ করতে হচ্ছে।
তবে জানতে চাইলে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজকের পত্রিকার কাছে অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।
নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
১৯ মিনিট আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
২৫ মিনিট আগেচাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেমোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও অপহরণসহ ১০টি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
৪২ মিনিট আগে