Ajker Patrika

‘আমাগো পেট আছে, খাওয়া লাগবে’

নুরুল আমিন হাসান, উত্তরা
আপডেট : ২৪ জুলাই ২০২১, ২৩: ৫০
‘আমাগো পেট আছে, খাওয়া লাগবে’

আমাগো পেট আছে, খাওয়া লাগবো। উপোস তো থাকতে পারব না। মা ও ছোট দুই বোন নিয়া থাকতে হয়। নিজে না খেয়ে থাকলেও তো তাঁদেরকে না খাইয়ে রাখা যাবে না। তাই গাড়ি নিয়া বের হইছি। ঈদুল আজহার পর সরকার ঘোষিত সর্বাত্মক কঠোরতম লকডাউনের নিষেধাজ্ঞার প্রথম দিন গতকাল শুক্রবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে এভাবেই বলছিলেন মরকুনের অটোরিকশা চালক দীন ইসলাম।

তিনি বলেন, যাত্রী নিয়ে আসছি। যাত্রীদের ব্রিজের গোড়ায় নামাইয়া দিছি। পরে স্যারেরা (পুলিশ) আমাকে আটক করছে।

সরেজমিনে রাজধানীর অন্যতম প্রবেশপথ আবদুল্লাহপুরে দেখা যায়, লকডাউন অমান্য করে অটো রিকশা ও ইজিবাইক নিয়ে মহাসড়কে বের অভিযোগে উত্তরার আবদুল্লাহপুরে বেশ কয়েকটি ইজিবাইক ও অটোরিকশা আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের সাজা স্বরূপ কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়।

এ সময় টঙ্গীর এরশাদ নগরের ইজিবাইক চালক কুরবান আলী আজকের পত্রিকাকে বলেন, আধা ঘণ্টা আগে পুলিশের হাতে ধরা খাইছি। আমি তো জানি না, অটোরিকশা নিষেধ। তাই গাড়ি নিয়ে বের হইছি।

গাজীপুরের গাজীপুরা সাতাইশ এলাকার মিশুক চালক ইকবাল ইসলামের গাড়িও আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশকে আকুতি মিনতি করে পুলিশকে বলেন, স্যার আমার ভুল হইয়া গেছে। স্যার এবারের মত মাফ করে দেন। আর জীবনেও আসব না।

উত্তরার কামড়পাড়ার ইজিবাইক চালক কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আপনারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছেন। আপনারা কী করে বুঝবেন আমাদের দুঃখ কষ্ট। গাড়ির চাকা ঘুরিয়েই আমাদের সংসার চলে। গাড়ির চাকা ঘুরলে বউ বাচ্চা নিয়ে খেতে পাই। আর না ঘুরলে তাদের নিয়ে না খেয়েই থাকতে হয়।

এদিকে আবদুল্লাহপুরে কর্তব্যরত উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সরকার ঘোষিত লকডাউনের মধ্যে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যেসব ইঞ্জিল চালিত রিকশা বের হয়েছে, সেগুলো কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। যেন তারা দ্বিতীয়বার বের না হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত