শিবালয়ের তেওতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৩, ১৮: ৩০

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ১ নম্বর তেওতা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মোল্লার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব করেছেন পরিষদের নয় সদস্য। এ নিয়ে জেলা প্রশাসক ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগও করেছেন তাঁরা। এতে করে ওই ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে।

পরিষদের সংরক্ষিত দুই নারী সদস্যসহ নয় মেম্বার স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, উপজেলার ১ নম্বর তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মোশারফ হোসেন ক্ষমতা গ্রহণের পর থেকে পরিষদের মাসিক সভাসহ সংশ্লিষ্ট মেম্বারদের সঙ্গে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন। তিনি ইউনিয়ন পরিষদের কোনো সভা না করে সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে সদস্যদের পাশ কাটিয়ে চলছেন। বিভিন্ন প্রকল্পে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করছেন। ভিজিএফ, ভিজিডি, টিসিবি কার্ড বিতরণ ও পরিষদের আয়-ব্যয় নিয়ে সদস্যদের সঙ্গে কোনো আলোচনা করেন না। 

এ ছাড়া ব্যক্তিগত প্রভাব খাঁটিয়ে পরিষদ পরিচালনাসহ ব্যক্তিগত বাহিনী দিয়ে জন্ম নিবন্ধন সনদপত্র, নাগরিক সনদপত্র, ওয়ারিশান প্রত্যয়ন পত্রের অতিরিক্ত ফি আদায়সহ খেয়াঘাট ইচ্ছামাফিক ইজারা নিয়ে সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা প্রদান না করে নিজেই আত্মসাৎ করছেন বলে অভিযোগে করেন ইউপি সদস্যরা। 

ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মাসুদুর রহমান খান বলেন, ‘চেয়ারম্যান মোশারফ হোসেন তুঘলকি কায়দায় অনিয়ম-দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন। নানা ভয়ভীতি উপেক্ষা করে আমরা সম্মিলিতভাবে গত ১৮ মে জেলা প্রশাসক এবং ২১ মে ইউএনওর কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছি।’ 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করে বলেন, ‘আমার ইউনিয়নে সরকারের উন্নয়নকাজ দৃশ্যমান। গত নির্বাচনে আমার সঙ্গে হেরে যাওয়া ব্যক্তিরাই এমন ষড়যন্ত্র করছেন।’ 

শিবালয় উপজেলার ইউএনও মো. জাহিদুর রহমান চেয়ারম্যান মোশারফের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী এ ধরনের অনাস্থা প্রস্তাব প্রাপ্তির বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ চালিয়ে আসছি। ঘটনার সত্যতা মিললে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত