নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খতনা করাতে গিয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনায় কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বোর্ড গঠন করে কারণ খুঁজে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ওই শিশুর বাবা ফখরুল আলম ও মা খায়রুন নাহারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার এবং জড়িত ডাক্তারদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া ওই শিশুর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসির চেয়ারম্যান, হাসপাতালের মালিক এবং ওই শিশুর অপারেশনের সঙ্গে জড়িতদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
আইনজীবী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট মৃত্যুর কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে হাসপাতাল ও জড়িতদের লাইসেন্স এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার সুন্নতে খতনা করাতে গিয়ে মারা যায় আহনাফ তাহমিদ। পরে মৃত্যুর ঘটনায় কারণ খুঁজে বের করা, জড়িতদের ও হাসপাতালের লাইসেন্স বাতিল করা এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ৩০ মে হাইকোর্টে রিট করেন শিশুটির বাবা–মা।
খতনা করাতে গিয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনায় কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বোর্ড গঠন করে কারণ খুঁজে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ওই শিশুর বাবা ফখরুল আলম ও মা খায়রুন নাহারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার এবং জড়িত ডাক্তারদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া ওই শিশুর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসির চেয়ারম্যান, হাসপাতালের মালিক এবং ওই শিশুর অপারেশনের সঙ্গে জড়িতদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
আইনজীবী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট মৃত্যুর কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে হাসপাতাল ও জড়িতদের লাইসেন্স এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার সুন্নতে খতনা করাতে গিয়ে মারা যায় আহনাফ তাহমিদ। পরে মৃত্যুর ঘটনায় কারণ খুঁজে বের করা, জড়িতদের ও হাসপাতালের লাইসেন্স বাতিল করা এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ৩০ মে হাইকোর্টে রিট করেন শিশুটির বাবা–মা।
সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১৪ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
১৭ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৩০ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগে