Ajker Patrika

খতনা করাতে গিয়ে আইডিয়ালের ছাত্রের মৃত্যু: তিন মাসের মধ্যে কারণ জানাতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুন ২০২৪, ২২: ০১
খতনা করাতে গিয়ে আইডিয়ালের ছাত্রের মৃত্যু: তিন মাসের মধ্যে কারণ জানাতে হাইকোর্টের নির্দেশ

খতনা করাতে গিয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনায় কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বোর্ড গঠন করে কারণ খুঁজে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ওই শিশুর বাবা ফখরুল আলম ও মা খায়রুন নাহারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার এবং জড়িত ডাক্তারদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া ওই শিশুর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসির চেয়ারম্যান, হাসপাতালের মালিক এবং ওই শিশুর অপারেশনের সঙ্গে জড়িতদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

আইনজীবী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট মৃত্যুর কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে হাসপাতাল ও জড়িতদের লাইসেন্স এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার সুন্নতে খতনা করাতে গিয়ে মারা যায় আহনাফ তাহমিদ। পরে মৃত্যুর ঘটনায় কারণ খুঁজে বের করা, জড়িতদের ও হাসপাতালের লাইসেন্স বাতিল করা এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ৩০ মে হাইকোর্টে রিট করেন শিশুটির বাবা–মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত