২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ১৭: ৪৮
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৭: ৫২

বঙ্গবন্ধু সেতুতে গেল ২৪ ঘণ্টায় ছোট-বড় মিলিয়ে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গেল কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই টোল আদায় করা হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০টি পরিবহন সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এ ছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ১৫ হাজার ২৪৯টি পরিবহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফলে সেতুতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় বেশি হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত