টঙ্গীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৩, ১৪: ৩৮
আপডেট : ০৭ মে ২০২৩, ১৫: ১১

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার গুদামে আগুন লেগেছে। আজ রোববার দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছেন। 

কারখানার সূত্রে জানা গেছে, আজ দুপুরে কারখানার ভেতরে একটি ভবনের দ্বিতীয় তলায় সুতা ও তুলার মজুত করা গুদামে আগুন লাগে। প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নেভাতে শুরু করেন। পরে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করছেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন। টঙ্গী থেকে তিনটি ইউনিট কাজ করছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী এলাকার ফায়ার সার্ভিসেও খবর পাঠানো হয়েছে। আরও দুটি ইউনিট আসবে। তবে অতিরিক্ত ধোঁয়া থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত