প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লকডাউনে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ফেরিতে পদ্মা পার হচ্ছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাদারীপুরসহ দেশের ৭ জেলায় আজ সকাল থেকে চলছে লকডাউন। ফলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী পরিবহন ও সাধারণ যানবাহনের পাশাপাশি যাত্রীরাও ফেরিতে পার হচ্ছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লঞ্চ বন্ধ থাকায় আজ সকাল থেকেই ফেরিতে রয়েছে যাত্রীদের ভিড়। পঁচিশ টাকা করে ভাড়া নিয়ে যাত্রীদের ফেরিতে ওঠানো হচ্ছে। তবে ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।
মো. মিরাজুল শেখ নামের ঢাকাগামী শিবচরের এক যাত্রী বলেন, ‘নির্বাচনে ভোট দিতে বাড়ি এসেছিলাম। গতকাল সোমবার ছিল নির্বাচন। আজ ভোরে পরিবার নিয়ে ঢাকায় রওনা হয়েছি। লকডাউনের কথা রাতেই জেনেছি। তবে লঞ্চ চলাচলও যে বন্ধ থাকবে তা জানা ছিল না। লঞ্চ বন্ধ দেখে ফেরিতে পার হচ্ছি। লঞ্চ বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের ভিড় রয়েছে অনেক। তবে সবগুলো ফেরি চলাচল স্বাভাবিক থাকায় সহজেই পার হওয়া যাচ্ছে।’
বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আজ ভোর থেকেই মাদারীপুরসহ ৭ জেলায় লকডাউন শুরু হয়েছে। লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ঘাটে পরিবহনের তেমন কোনো চাপ নেই।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে নৌরুটে। অনেক যাত্রী লঞ্চঘাটে চলে আসছে। তবে তাদের ফিরে যেতে বলা হচ্ছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. জামিল আহমেদ বলেন, সবগুলো ফেরি চলছে। লঞ্চ বন্ধ থাকায় লঞ্চের যাত্রীরা ফেরিতে পার হচ্ছে। ঘাটে কিছু পণ্যবাহী পরিবহন রয়েছে। তবে ছোট যানবাহন তেমন নেই।
শিবচর (মাদারীপুর): আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লকডাউনে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ফেরিতে পদ্মা পার হচ্ছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাদারীপুরসহ দেশের ৭ জেলায় আজ সকাল থেকে চলছে লকডাউন। ফলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী পরিবহন ও সাধারণ যানবাহনের পাশাপাশি যাত্রীরাও ফেরিতে পার হচ্ছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লঞ্চ বন্ধ থাকায় আজ সকাল থেকেই ফেরিতে রয়েছে যাত্রীদের ভিড়। পঁচিশ টাকা করে ভাড়া নিয়ে যাত্রীদের ফেরিতে ওঠানো হচ্ছে। তবে ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।
মো. মিরাজুল শেখ নামের ঢাকাগামী শিবচরের এক যাত্রী বলেন, ‘নির্বাচনে ভোট দিতে বাড়ি এসেছিলাম। গতকাল সোমবার ছিল নির্বাচন। আজ ভোরে পরিবার নিয়ে ঢাকায় রওনা হয়েছি। লকডাউনের কথা রাতেই জেনেছি। তবে লঞ্চ চলাচলও যে বন্ধ থাকবে তা জানা ছিল না। লঞ্চ বন্ধ দেখে ফেরিতে পার হচ্ছি। লঞ্চ বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের ভিড় রয়েছে অনেক। তবে সবগুলো ফেরি চলাচল স্বাভাবিক থাকায় সহজেই পার হওয়া যাচ্ছে।’
বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আজ ভোর থেকেই মাদারীপুরসহ ৭ জেলায় লকডাউন শুরু হয়েছে। লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ঘাটে পরিবহনের তেমন কোনো চাপ নেই।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে নৌরুটে। অনেক যাত্রী লঞ্চঘাটে চলে আসছে। তবে তাদের ফিরে যেতে বলা হচ্ছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. জামিল আহমেদ বলেন, সবগুলো ফেরি চলছে। লঞ্চ বন্ধ থাকায় লঞ্চের যাত্রীরা ফেরিতে পার হচ্ছে। ঘাটে কিছু পণ্যবাহী পরিবহন রয়েছে। তবে ছোট যানবাহন তেমন নেই।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
১ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
১ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
১ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
১ ঘণ্টা আগে